বিনোদন

শাহনূর এবার ‘কেশ কন্যা’

স্টাফ রিপোর্টার

১ ডিসেম্বর ২০১৯, রবিবার, ৮:১৩ পূর্বাহ্ন

জিয়াউল হক মনির, দীর্ঘদিন ধরে একজন প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। তবে এবারই প্রথম তিনি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। তার প্রথম সিনেমার নাম ‘কেশ কন্যা’। বর্তমানে এই সিনেমার গল্প রচনার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। তবে মনির জানান, ‘কেশ কন্যা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়িকা শাহনূর। মূলত তার লম্বা চুলের কারণেই তাকে নিয়ে এই সিনেমা নির্মাণ করতে আগ্রহী হয়ে উঠেছেন জিয়াউল হক মনির। গতকাল দিনবা্যপী মনির রাজধানীর অদূরে পূবাইলে একটি সিনেমার কাজে ব্যস্ত ছিলেন। সেখান থেকে মুঠোফোনে ‘কেশ কন্যা’ সিনেমা সম্পর্কে বলেন, এটি হতে যাচ্ছে আমার প্রথম সিনেমা। এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়িকা শাহনূর। এরইমধ্যে তাকে গল্প শুনিয়েছি। তিনি গল্প শুনে পছন্দ করেছেন, আবেগাপ্লুত হয়ে আছেন এই সিনেমায় অভিনয় করার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ইনশাআল্লাহ খুব ভালোভাবেই সিনেমাটি নির্মাণ করার আগ্রহ রয়েছে আমার। শাহনূর বলেন, গেল ২৫শে নভেম্বর বিএফডিসিতে সিনেমাটি নিয়ে কথা হয়েছে জিয়াউল হক মনিরের সঙ্গে। তার কাছে ছবির গল্প শুনে খুব ভালো লেগেছে আমার। যদি ভালোভাবে নির্মাণ করা হয় তাহলে এটি হবে আমার ক্যারিয়ারের অন্যতম একটি ভালো সিনেমা। মনির জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে ‘কেশ কন্যা’ সিনেমাটি নির্মাণ করা হবে। এদিকে আজ মুক্তি পাচ্ছে শাহনূর অভিনীত ‘ইন্দুবালা’ সিনেমাটি। এতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। শাহনূর বলেন,‘ইন্দুবালা’য় আমার চরিত্রে আমি যথাযথভাবে অভিনয় করার চেষ্টা করেছি। সিনেমার পরিচালক জয়ের সহযোগিতা ছিল। যে কারণে চরিত্রটি আমি আমার নিজের মতো ফুটিয়ে তুলতে পেরেছি। আজ সিনেমাটি দেখতে হলে যাবো। দর্শকের কাছে অনুরোধ রইলো আপানারাও হলে গিয়ে সিনেমাটি উপভোগ করুন। কারণ ‘ইন্দুবালা’ আমাদের নিজেদের জীবনের গল্পের সিনেমা। অন্যদিকে এরইমধ্যে শাহনূর শিগগিরই রফিক শিকদারের নির্দেশনায় ‘বসন্ত বিকেল’ সিনেমায় কাজ করতে যাচ্ছেন। তিনি শেষ করেছেন ‘মাতৃত্ব’ নামের একটি নাটকের কাজও। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status