বিনোদন

ষষ্ঠ ব্যান্ড ফেস্ট আজ

স্টাফ রিপোর্টার

১ ডিসেম্বর ২০১৯, রবিবার, ৮:১৩ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন ব্যান্ডের অংশগ্রহণে গত পাঁচ বছর ধরে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে আসছে ‘ব্যান্ড ফেস্ট’। এবার এ ফেস্ট ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্যান্ড ফেস্টের উদ্যোক্তা ছিলেন কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। যার হাত ধরে চ্যানেল আই চত্বরে ৫ বছর আগে শুরু হয়েছিল এ আয়োজন।  এবার দিনভর এই ব্যান্ড ফেস্ট মাতাবে দেশের ১৮টি ব্যান্ড। এগুলো হচ্ছে ফিডব্যাক, অবস্‌কিউর, সিম্ফনি, আর্ক,  ভাইকিংস, আর্টসেল, দলছুট, ধ্রুবতারা, শিরোনামহীন, পার্থিব, আরবোভাইরাস, মেকানিক্স, হই চই, জলের গান, ব্ল্যাক মুন, তীরন্দাজ, মেট্রিক্যাল এবং সবশেষে মঞ্চে হাজির হবে এলআরবি। আজ সকাল ১১টা ৫ মিনিটে ব্যান্ড ফেস্টের উদ্বোধন করবেন চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্যসহ বিভিন্ন দলের ব্যান্ড লিজেন্ডরা। ফেস্ট চলবে বিকাল ৫টা পর্যন্ত। এবারের ব্যান্ড ফেস্ট নিবেদন করছে স্বপ্ন ও ইয়ামাহা। পাওয়ার্ড বাই নন্দন। ব্যান্ড ফেস্ট সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। চ্যানেল আই অনলাইন ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখা যাবে এবং রেডিও ভূমির শ্রোতারাও সরাসরি ব্যান্ড ফেস্টে পরিবেশনকৃত গানগুলো শুনতে পারবেন। গতকাল চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবারের ব্যান্ড ফেস্ট নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, ইয়ামাহা’র নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, নন্দন গ্রুপের চেয়ারম্যান বিল্লাল হক, সিইও লে. ক. (অব.) তুষার বিন ইউনুস এবং সিএমএমই’র বাণিজ্যিক সম্পৃক্তকরণ শাখার মির্জা জান্নাতুল ফেরদৌস তিথি।  সংবাদ সম্মেলনে শাইখ সিরাজ জানান, এবারের ব্যান্ড ফেস্টে ঘোষণা দেয়া হবে একটি নতুন উদ্যোগের। সেটি হলো আগামী বছর থেকে আইয়ুব বাচ্চু স্মরণে ব্যান্ড ফেস্টে একটি ব্যান্ডকে সম্মাননা জানানো হবে। সেটি নতুন কিংবা খ্যাতিমান ব্যান্ডও হতে পারে। এ সম্মাননা প্রদান করা হবে সে বছরের সেই ব্যান্ডের কার্যক্রমের ওপর ভিত্তি করে। সম্মাননা হিসেবে থাকবে আইয়ুব বাচ্চুর স্বপ্নের রূপালী গিটারের ক্রেস্ট, সম্মাননা সনদ এবং অর্থমূল্য। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১৮টি ব্যান্ডের ভোকালিস্ট ও সদস্যরা। ব্যান্ড ফেস্ট উপস্থাপনা করবেন অপু মাহফুজ, দিলরুবা সাথী ও শাফি আহমেদ। পরিচালনা করবেন অনন্যা রুমা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status