বিনোদন

আসিফ অভিনীত সিনেমার মুক্তি ২০শে ডিসেম্বর

স্টাফ রিপোর্টার

২৯ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৮:০৭ পূর্বাহ্ন

২০ বছরের সংগীত ক্যারিয়ারে অডিও-প্লেব্যাকে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন আসিফ আকবর। সাম্প্রতিক সময়েও গান ও ভিডিওতে চমক দেখিয়েছেন তিনি। গেল দুই বছরে প্রকাশ হওয়া গান ও ভিডিওতে তার পারফরমেন্স নজর কেড়েছে দর্শকদের। এবার নায়ক আসিফকে দেখতে পাবেন তার ভক্ত-দর্শক। ‘গহীনের গান’ নামের একটি সিনেমায় গায়কের পাশাপাশি নায়ক হিসেবে অভিনয় করেছেন তিনি। আগামী ২০শে ডিসেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রথম এই মিউজিক্যাল ফিল্ম’র ‘মিট দ্য প্রেস’। এ আয়োজনে উপস্থিত ছিলেন দেশবরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, তপন চৌধুরী, নকীব খান, জানে আলম, চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ অনেকে। বাংলাঢোল প্রযোজিত ‘গহীনের গান’ মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক জানান, দেশীয় চলচ্চিত্রের সংকটাপন্ন সময়ে ছবিটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন তিনি। সিনেমাটির পরিচালক সাদাত হোসাইনও একই আশাবাদ ব্যক্ত করেন। আলোচিত এই কথা-সাহিত্যিকের প্রথম সিনেমা এটি। সিনেমাটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, গান থেকে সিনেমা নির্মাণ একটি কঠিন কাজ। সেই কাজটি আমরা সর্বোচ্চ শ্রম দিয়ে করার চেষ্টা করেছি। কেমন করেছি, সিনেমাটি দেখে দর্শকরা তা বিচার করবেন। তবে ‘গহীনের গান’ মানুষের জীবনের কথা বলবে। এদিকে সংগীতে দুই দশক পূর্তি ও অসামান্য অবদান রাখায় অনুষ্ঠানে আসিফ আকবরকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা।
তার ৩০টি একক অ্যালবামের কভার দিয়ে তৈরি ‘ভালোবাসা অবিরাম’ শীর্ষক ফটোফ্রেম তুলে দেয়া হয় শিল্পীর হাতে। সিনেমাটির শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেয়া হয় ক্রেস্ট। অনুষ্ঠানে দেখানো হয় সিনেমাটির ট্রেলার ও একাধিক গান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘গহীনের গান’র অভিনয়শিল্পী হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা, আমান রেজা, কাজী আসিফ, তুলনা আল হারুনসহ অনেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status