শেষের পাতা

পরিবারের প্রতিক্রিয়া

ফারাজ যে উদাহরণ তৈরি করেছে বাংলাদেশ সেই মূল্যবোধই ধারণ করে

স্টাফ রিপোর্টার

২৮ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৯:২১ পূর্বাহ্ন

হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের পরিবার রায়ের প্রতিক্রিয়ায় বলেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ও এর মদতদাতাদের বিরুদ্ধে সরকারের লড়াই বিরামহীনভাবে অব্যাহত থাকবে বলে তাদের বিশ্বাস। ফারাজ হোসেনের ভাই 
যারেফ হোসেন গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় বলেন, ওই রাতে ফারাজ যে সত্যিকারের উদাহরণ তৈরি করেছে, বাংলাদেশ সেই মূল্যবোধই ধারণ করে। পরিবারের পক্ষ থেকে বলা হয়, ২০১৬ সালের ১লা জুলাই হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার কথা আজ আমরা স্মরণ করছি। সেদিন রাতে আমরা আমাদের প্রিয় ফারাজকে হারিয়েছি। দুই বন্ধুকে বিপদে ফেলে না গিয়ে ফারাজ যে ব্যতিক্রমী সাহসিকতা, চারিত্রিক দৃঢ়তা ও অসামান্য মূল্যবোধের নজির রেখে গেছে সে জন্য আমরা ভীষণভাবে গর্বিত। একজন বাংলাদেশি মুসলিম হওয়ার কারণে জঙ্গিরা তাকে ঘটনাস্থল ছেড়ে যেতে বললেও ফারাজ তাতে অস্বীকৃতি জানিয়েছে এবং বন্ধুদের রক্ষায় নিজের জীবনই উৎসর্গ করেছে। ১লা জুলাই হিতাহিতজ্ঞান শূন্য ওই হামলায় ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের নিরীহ নাগরিকদের প্রাণহানিতে আমরা গভীর দুঃখপ্রকাশ করছি।

ফারাজের পরিবারের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) নীতি প্রহণ করায় আমরা বাংলাদেশ সরকারের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা জানাই। এটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিন্ন অবস্থান নিতে বাংলাদেশের জনগণকে প্রচণ্ডভাবে চালিত করেছে ও ঐক্যবদ্ধ করেছে। আমাদের বিশ্বাস, সন্ত্রাসী কর্মকাণ্ড ও এর মদদদাতাদের বিরুদ্ধে সরকারের লড়াই বিরামহীনভাবে অব্যাহত থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status