বাংলারজমিন

চকরিয়ায় হুইলচেয়ার বিতরণ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

২৭ নভেম্বর ২০১৯, বুধবার, ৮:৪১ পূর্বাহ্ন

 কক্সবাজার জেলার চকরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন পীস ফাইন্ডারের উদ্যোগে পাঁচ প্রতিবন্ধীকে নতুন একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে পৌরসভার চিরিঙ্গা শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে এ হুইলচেয়ার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান। তিনি পাঁচ প্রতিবন্ধীদের হুইলচেয়ারগুলো তুলে দেন। হুইল চেয়ার পাওয়া প্রতিবন্ধীরা হলেন, চকরিয়া পৌরসভাস্থ পালাকাটা কাসেম মাষ্টারপাড়া গ্রামের আব্দুল শুক্কুরের স্ত্রী হাজেরা খাতুন, কাকারা ইউনিয়নের মাইজ কাকারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আলিফ, কৈয়ারবিল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের মেয়ে তৈয়বা জান্নাত, ভরামুহুরী হিন্দুপাড়ার লাবণ্য বৈদ্য ও পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মোক্তার আহম্মদের ছেলে বশির আহমদ। এছাড়া হামিদা বেগম নামে একজন অসহায় নারীকে সেলাই মেশিন দেয়া হয়। জানা যায়, ‘পীস ফাইন্ডার’ নামে সংগঠনটির প্রতিষ্ঠাতা যুবক আদনান রামিম।
স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে পথশিশু ও প্রতিবন্ধীদের ভাগ্যোন্নয়নে কাজ যাচ্ছেন। চকরিয়া উপজেলার বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে হাঁটাচলায় সম্পূর্ণরুপে অক্ষম হয়ে পড়েছে এমন পাঁচজনের খুঁজ পাওয়া যায়। যাদের চলাচলে হুইল চেয়ার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায়। কিন্তু একটি হুইল চেয়ার কেনার মতো যাদের আর্থিক সামর্থ্য নেই। তাদের জন্য পীস ফাইন্ডারের সদস্যরা হুইল চেয়ারের ব্যবস্থা করে। পরে হুইল চেয়ার কাছে হস্তান্তর করে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status