বিনোদন

বেতারে বাবু

স্টাফ রিপোর্টার

২৩ নভেম্বর ২০১৯, শনিবার, ৭:৩৬ পূর্বাহ্ন

আসছে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে বেতারের একটি বিশেষ নাটকে থাকছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। এরইমধ্যে বেতারের জন্য ‘একমুঠো ভাত ও স্বাধীনতার গল্প’ শিরোনামের নাটকটিতে কন্ঠ দিয়েছেন বলে জানান তিনি। মান্নান হীরার রচনায় নাটকটি প্রযোজনা করছেন সৈয়দা ফরিদা ফেরদৌস যাত্রী। বাবু বলেন, বেতার নাটকের মাধ্যমেই অভিনয় জীবন শুরু করেছি। টিভি নাটক ও সিনেমার কাজের ব্যস্ততার কারণে বর্তমানে এ মাধ্যমে কম কাজ করা হয়। বিজয় দিবসের নাটকটির গল্প বেশ সুন্দর। আশা করছি এটি শ্রোতাদের ভালো লাগবে। এ নাটকে আরো আছেন তমালিকা কর্মকার, জয় রাজ প্রমুখ। এদিকে টিভি নাটকের চেয়ে চলচ্চিত্রেই বেশি অভিনয় করছেন এ অভিনেতা। বর্তমানে সাতটি নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এগুলো হলো- ‘বিশ্বসুন্দরী’, ‘পাপ পুণ্য’, ‘রাত জাগা ফুল’, ‘জ্যাম’, ‘পায়রার চিঠি’, ‘অর্জন ৭১’ ও ‘নোনা জলের কাব্য’।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status