বাংলারজমিন

পাটমন্ত্রীর নামে রূপগঞ্জে সেতুর নামকরণ অনুমোদন

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে

২১ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৩০ পূর্বাহ্ন

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক নির্মিত সেতুর নামকরণ হবে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ( বীর প্রতীক) এর নামে। গত ১২ই নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (উন্নয়ন  শাখা -২) গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক-এর নামে সেতুটি নামকরণের প্রস্তব অনুমোদন দেয়। বুধবার এ সংক্রান্ত আদেশ রুপগঞ্জে ছড়িয়ে পড়লে আনন্দ মিছিল করে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী  ও সাধারণ মানুষ। জানা যায়, সেতুটি বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এই সেতুর দৈর্ঘ্য ৫৭৬ মিটার। সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৭৪ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকা। সেতুটি চালু হলে স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি রাজধানীর সাথে ঢাকার পূর্বাঞ্চলীয় জেলার যাতায়াত সহজ হবে। পাশাপাশি মহাসড়কের যানজটও কমে আসবে। এ সেতুটি চালু হলে পূর্বাচল উপশহরসহ আশপাশের এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। শীতলক্ষ্যা নদী দিয়ে ফেরি পারাপারের দুর্ভোগ কমে যাবে। বর্তমানে সেতুর ৯৮ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। সেতুর কাজ সমাপ্ত হলে প্রধানমন্ত্রীর যেকোনো সময় এটির উদ্বোধনের কথা রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status