বাংলারজমিন

ধর্মঘটের কারণে সিলেটে আটকে আছে পাথর, বালু ও পণ্যবাহী ট্রাক

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২১ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৩০ পূর্বাহ্ন

ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ৯ দফা দাবিতে সিলেটে আটকে আছে পাথর, বালু ও পণ্যবাহী ট্রাক। ধর্মঘটের কারণে সকালে থেকে সিলেটের বিভিন্ন এলাকায় সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে। কোনো ট্রাক ছেড়ে যায়নি। সিলেট ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার জানান- বুধবার সকাল থেকে শান্তিপূর্ণ কর্মবিরতি চলছে। দাবি না মানা পর্যন্ত সিলেটে কোন ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান চলবে না। তিনি জানান, নতুন সড়ক পরিবহন আইন স্থগিতসহ ৯ দফা দাবিতে তাদের এ কর্মসূচি। দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে। এদিকে সিলেটের জাফলং, ভোলাগঞ্জ সহ কয়েকটি স্থানে পাথর, বালু ও পণ্যবাহী ট্রাক আটকে আছে। ধর্মঘটের কারণে সেগুলো গন্তব্যে পৌঁছতে পারছে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status