খেলা

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে লিখন, কোচ পল নিক্সন

স্পোর্টস রিপোর্টার

২০ নভেম্বর ২০১৯, বুধবার, ৭:১৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) অবশেষে দল পেলেন জুবায়ের হোসেন লিখন। গতবারের মতো এবারো অবিক্রীত থাকার হতাশায় ভুগতে হয়নি তাকে। আজ (বুধবার) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে ভিড়িয়েছে এই লেগ স্পিনারকে। আর ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান পল নিক্সনকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি।আসন্ন বিপিএলে প্রতিটি দলে লেগস্পিনার থাকা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ১৭ নভেম্বর অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে ‘ডি’ ক্যাটাগরিতে থাকা এই ক্রিকেটার ছিলেন উপেক্ষিত। অবশেষে তিন দিন পর মাহমুদউল্লাহ, গেইলের দলে সুযোগ পেলেন তিনি। কোটার ১১তম ক্রিকেটার হিসেবে চ্যালেঞ্জার্সের সঙ্গে যোগ দিয়েছেন এ লেগি।

এদিকে ডিসেম্বরের শুরুতে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যোগ দিবেন কোচ নিক্সন। ২০১১ সালে ক্রিকেট থেকে অবসর নেয়া নিক্সনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং ক্যারিয়ার সমৃদ্ধ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ-সিপিএলে জ্যামাইকা তালাওয়াসকে টানা ২ শিরোপা জিতিয়েছেন। নিক্সন বোলিং কোচ হিসেবে পাবেন আরেক ইংলিশ ক্রিকেটার কবির আলিকে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড:
দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, ইমরুল কায়েস, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, জুনায়েদ সিদ্দিকী, এনামুল হক জুনিয়র, জুবায়ের লিখন, পিনাক ঘোষ, মুক্তার আলী, নাসুম আহমেদ।

বিদেশি: ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিষ্কা ফার্নান্দো, ইমাদ ওয়াসিম, রায়ন বার্ল।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ সাবেক ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান পল নিক্সন
এদিকে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে নাম লিখিয়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। ড্রাফটের পর লিখনকে অন্তর্ভুক্ত করেছে চ্যালেঞ্জার্স।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status