বাংলারজমিন

গাইবান্ধার এমপি লিটন হত্যা মামলার রায় ২৮শে নভেম্বর

উত্তরাঞ্চল প্রতিনিধি

২০ নভেম্বর ২০১৯, বুধবার, ৯:০৯ পূর্বাহ্ন

বহুল আলোচিত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ক্ষমতাসীন দলের প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের দুই দিনব্যাপী যুক্তিতর্ক গতকাল শেষ  হয়েছে। গত সোমবার  সকাল ১১টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিকের আদালতে সাক্ষী ও আসামিদের উপস্থিতিতে যুক্তিতর্ক শুরু হয়ে তা চলে গতকাল দুপুর পর্যন্ত। পরে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আগামী ২৮শে নভেম্বর মামলার রায়ের তারিখ ধার্য করেন। যুক্তিতর্কের প্রথমে আদালতে আসামিদের মৃত্যুদণ্ডসহ সর্বোচ্চ শাস্তি দাবি করে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ সময় আসামিদের পক্ষে আইনজীবীরা কাদের খানকে নির্দোষ দাবি করে আদালতে যুক্তি খণ্ডান। যুক্তিতর্কের সময় আদালতে মামলার সাক্ষী ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
আলোচিত এ মামলার ২০১৮ সালের ৮ই এপ্রিল প্রথম দফায় আদালতে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বাদী, নিহতের স্ত্রী ও তদন্ত কর্মকর্তাসহ এ পর্যন্ত ৫৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। গত ৩১শে অক্টোবর মামলার সাক্ষী গ্রহণ কার্যক্রম শেষ হয়। ২০১৮ সালের ৭ই ফেব্রুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। পরে পর্যায়ক্রমে কারাগারে থাকা আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি হয় আদালতে।
প্রসঙ্গত ২০১৬ সালের ৩১শে ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গার মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status