দেশ বিদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের রেকর্ড, অধ্যয়নরত ৮২৪৯ জন

কূটনৈতিক রিপোর্টার

১৯ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ৯:২০ পূর্বাহ্ন

বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ৮২৪৯ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। দেশটির পররাষ্ট্র দপ্তর ও শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে ইন্টারন্যাশনাল এডুকেশন উইক ( আইইডব্লিউ-নভেম্বর ১৮-২২) উদযাপন উপলক্ষে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাসের বিজ্ঞপ্তি মতে, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়ে সাম্প্রতিকতম শিক্ষাবর্ষে (২০১৮/২০১৯) নতুন রেকর্ড সংখ্যা ৮,২৪৯- এ পৌঁছেছে। ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ বিষয়ক ২০১৯ সালের ‘ওপেন ডোরস রিপোর্ট’-এ তথ্য প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, ২০১৮ সালের রিপোর্টের তুলনায় শিক্ষার্থী ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে । আর ২০০৯ সাল থেকে তা বেড়ে হয়েছে তিন গুণের বেশি । যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর হার সবচেয়ে দ্রুত বেড়ে চলা দেশগুলোর একটি বাংলাদেশ। রিপোর্ট মতে, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত প্রায় ৭৫ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থী এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) বিষয়গুলো নিয়ে পড়ছেন। তাদের মধ্যে ৪০ শতাংশ এর বেশি প্রকৌশল, প্রায় ১৮ শতাংশ গণিত/কম্পিউটার সায়েন্স এবং ১৫ শতাংশের বেশি ভৌত বিজ্ঞান বা লাইফ সায়েন্স নিয়ে পড়ছেন। প্রায় ৮ শতাংশ পড়ছেন ব্যবসা বা ব্যবস্থাপনা নিয়ে। গত চার বছর ধরে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে দশ লাখের বেশি বিদেশি শিক্ষার্থী রয়েছে। চলতি শিক্ষাবর্ষে এ সংখ্যা রেকর্ড ১০৯৫২৯৯-এ ওঠে। একইসঙ্গে এটি যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষাক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীর মোট সংখ্যা তের বছরে অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ার ঘটনা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status