বিনোদন

যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসক দল এসেছেন লতাকে দেখতে

কলকাতা প্রতিনিধি

১৯ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ৭:৪৩ পূর্বাহ্ন

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে দেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে একদল চিকিৎসককে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসক মুম্বই এসেছেন বলে এক টুইট বার্তায় জানিয়েছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। তবে তিনি জানিয়েছেন, লতাজির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। অবশ্য তার পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে বিশেষ কিছু জানানো হয় নি। গত ১১ই নভেম্বর মধ্যরাতে প্রবল শ্বাসকষ্টের জন্য লতা মঙ্গেশকরকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে বলা হয়েছিল, তিনি ফুসফুসের সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। লতাজির অসুস্থতার সংবাদ জানার পর থেকে অনুরাগী এবং বলিউডের সকলে তার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা শুরু করেছেন। তবে এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুসংবাদও ছড়িয়েছিল। এর পরেই পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের গুজব ছড়াবেন না। সুরসম্রাজ্ঞী এখন আরোগ্যের পথে। উল্লেখ্য, গত ২৮শে সেপ্টেম্বর লতা মঙ্গেশকর ৯০ বছরে পা দিয়েছেন। এক হাজারেরও বেশি হিন্দি সিনেমায় গান গেয়েছেন তিনি।
হিন্দির পাশাপাশি বাংলাসহ ৩৬টি আঞ্চলিক ভাষাতেও লতা মঙ্গেশকর অসংখ্য গান গেয়েছেন। সর্বাধিক গান গাইবার জন্য গিনেজ রেকর্ডস বুকেও তার নাম উঠেছে। ২০০১ সালে তাকে সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দেয়া হয়েছে। এর আগে তিনি পেয়েছেন দাদা সাহেব ফালকেসহ অসংখ্য পুরস্কার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status