বিনোদন

‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন যারা

স্টাফ রিপোর্টার

১৯ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ৭:৪২ পূর্বাহ্ন

সারাবিশ্বে বাংলা গানকে পরিচিত করে তোলার ক্ষেত্রে যাদের অবদান রয়েছে তাদের মধ্যে অন্যতম বশির আহমেদ। প্রয়াত বরেণ্য এই সংগীতশিল্পীর সুযোগ্য দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে গেল ১৭ই নভেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বশির আহমেদ সম্মাননা ২০১৯’ প্রদান ও শিল্পীর ৮০তম জন্মবার্ষিকী উদযাপন। বশির আহমেদের গান, তার প্রাপ্তি ও সংগীতে তার সাধনাকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই তার দুই সন্তান ‘বশির আহমেদ সম্মাননা ২০১৯’ এই বছর থেকে চালু করা হয়েছে। সেদিন সন্ধ্যা সাড়ে ৭টায় অধরা জাহানের উপস্থাপনায় প্রথমেই কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে বশির আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সংগীত পরিচালক আজাদ রহমান, শেখ সাদী খান, সংগীতশিল্পী খুরশীদ আলম, কনকচাঁপাসহ আরো অনেকে। আলোচনার একপর্যায়ে রাজার সুর সংগীতে বশির আহমেদকে নিয়ে কনকচাঁপা, হোমায়রা ও রাজার গাওয়া ‘তোমার উপমা তুমি’ গানটি উপভোগ করেন দর্শক। এদিকে প্রথমবারের মতো ‘বশির আহমেদ সম্মাননা ২০১৯’ যারা পেলেন তারা হলেন ফেরদৌসী রহমান, শেখ সাদী খান, শহীদুল্লাহ ফরায়েজী, মোস্তফা কামাল সৈয়দ, নাসির আহমেদ ও চন্দন দত্ত। এ ছাড়া ফেরদৌসী রহমানকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status