শিক্ষাঙ্গন

বুয়েট প্রশাসনকে ৩ সপ্তাহ সময় দিলেন আন্দোলনকারীরা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

১৮ নভেম্বর ২০১৯, সোমবার, ৭:২৭ পূর্বাহ্ন

আবরার ফাহাদ হত্যায় জড়িতদের স্থায়ী বহিস্কারসহ ৩ দফা দাবি আদায়ে এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৩ সপ্তাহ সময় দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুয়েট ভিসির সঙ্গে সাক্ষাৎ শেষে এই ঘোষণা দেন তারা। বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, বুয়েট ভিসির সঙ্গে তাদের দাবি নিয়ে আলোচনা হয়। এসময় তিনি ৩ দফা দাবি পূরণে ৩ সপ্তাহ সময় চেয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ৩ দফা দাবি আদায়ে বুয়েট ভিসিকে আল্টিমেটলি দেন শিক্ষার্থীরা। কিন্তু যথাসময়ে তাদের দাবি পূরণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের মোট ৯দফা দাবি ছিল। এর মধ্যে ৬দফা পূরণ হয়েছে। সবগুলো দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাশে ফিরব না।

তাদের তিনদফা দাবিগুলোর হলো- হলে র‌্যাগিং বন্ধ ও জড়িতদের তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা, আবরার হত্যায় অভিযুক্তদের বুয়েট থেকে স্থায়ী বহিস্কার, ও সাংগঠনিক রাজনীতি বন্ধে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদ থেকে নীতিমালা প্রণয়ন করার দাবিতে দীর্ঘদিন থেকে ক্লাশ-পরীক্ষা বর্জন করে আসছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এর আগে গত ৬ই অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হল থেকে ইইই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ২৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। এখন পর্যন্ত এ মামলার ২৫ আসামির ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status