শিক্ষাঙ্গন

‘বুয়েটের অচলাবস্থা রাজনৈতিক শক্তির উসকানি’

স্টাফ রিপোর্টার

১৮ নভেম্বর ২০১৯, সোমবার, ৬:৪৯ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থাকে রাজনৈতিক শক্তির উসকানি বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী শতভাগ কাজ করছে। গ্রেপ্তার করার পরেও সাধারণ শিক্ষার্থীদের উসকিয়ে দিয়ে অরজকতা সৃষ্টি করে রাখা হয়েছে।

আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এভাবে চলতে থাকলে আরো অরাজকতা তৈরি হবে। একজন প্রথিতযশা রাজনীতিবিদ এই কাজটা করছেন। সকল অভিভাবকদের কাছে অনুরোধ করছি, আপনার সন্তানকে শিক্ষা দিন ন্যায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শেখান। আবার দাবি আদায়ে সরকারকে সময় দিন। আমার সন্তানকে ব্যবহার করাকে অরাজকতা সৃষ্টি করছে তা জানা আছে। আমরা চাই না কারো শিক্ষা জীবন নষ্ট হোক। আমরা সহনশীল আছি। তবে সহনশীলতার একটা সীমা আছে। সহনশীলতাকে দুর্বলতা ভাবা যাবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status