দেশ বিদেশ

উল্লাপাড়ায় ট্রেনের বিষয়টি নাশকতা কি না খতিয়ে দেখা হচ্ছে: রেলমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

১৬ নভেম্বর ২০১৯, শনিবার, ৮:৩৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ ইঞ্জিনে আগুন লাগার পর কিভাবে তা পেছনের ২টি বগিতে ছড়িয়ে পড়লো এই বিষয়টি আমাদের ভাবাচ্ছে। ২০১৩ ও ১৪ সালে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা এই অঞ্চলে ট্রেন পুড়িয়ে দিয়েছিল। আবারো পরিকল্পিতভাবে তেমন কোনো সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড এখানে ঘটেছে কিনা তা তদন্ত করা হচ্ছে। গতকাল বিকালে ট্রেনের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুয়াশা বা অন্য কোনো কারণে দুর্ঘটনা হতে পারে। কিন্তু এখানে তো মিটারগেজের লাইন। মিটারগেজের লাইনে মিটারগেজ ট্রেনই যাবে। এখানে ট্রেনটির স্টপেজও ছিল না, ক্রসিংয়েরও কোনো ব্যাপার ছিল না। এখানে ডিটেইলমেন্টটা হওয়ার কোনো কথা নয়। লাইন ক্লিয়ার দেয়ার ব্যাপারে কারও কোনো গাফিলতি আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইঞ্জিনের তেল থেকে ইঞ্জিনে আগুন লাগতে পারে। কিন্তু অন্য বগির ভেতরে কিভাবে আগুন লাগলো, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না সেটাও তদন্ত করে দেখা হবে। উল্লাপাড়ার দুটি ঝুঁকিপূর্ণ রেলসেতু ও রেল লাইনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেললাইন ডাবল লেন করা হবে। ইতিমধ্যে প্রকল্প অনুমোদন হয়েছে। তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে দ্রুত সময়ে ঝুঁকিপূর্ণ রেল সড়ক সংস্কারের আশ্বাস দেন তিনি। এ সময় রেল মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন, অতিরিক্ত সচিব মুহাম্মদ জিয়াউর রহমান, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মাদ, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান ও পৌর মেয়র এস এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন অতিক্রম করার একটু আগে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। এরপর পেছনের পাওয়ার কারসহ ৬টি বগি লাইনচ্যুত হয়। এ অবস্থায় ইঞ্জিনটিতে আগুন ধরে গেলে তা আরো ২টি বগিতে ছড়িয়ে পড়ে। এ কারণে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেয়ার ৬ ঘণ্টা পর থেকে এখানে একটি ব্রডগেজ লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। উদ্ধারকারী ট্রেন গতকাল বিকাল পর্যন্ত লাইনচ্যুত বগি ও ইঞ্জিন উদ্ধার করতে পারলেও লাইনের মেরামত এখনো চলছে।
মিটারগেজ লাইন সচল না হওয়ায় এই পথে এখনো মিটারগেজে চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ সকল ঘটনার তদন্তে রেল বিভাগ ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত কমিটিগুলো কাজ শুরু করেছে।


 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status