অনলাইন

প্রধানমন্ত্রী যা বলেন তাই করেন: নজরুল ইসলাম বাবু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:২৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম বাবু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের বরাত দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তাই করেন। তিনি বলেছিলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে একটি উন্নত ও শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলার পথে কৃষি ও কৃষকদেও পেছনে ফেলে রাখবে না। আমরা উন্নত হব, তবে আমরা আমাদের কৃষক ও কৃষিকে বাদ না দিয়ে আমরা শিল্পোন্নত হয়ে উঠব। সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকদের অধিকার রক্ষা করা। কারণ, খাদ্য ও পুষ্টি কৃষি সরবরাহ করে কৃষিই আমাদের বাঁচিয়ে রেখেছে। সরকার কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা এসএম মাজহারুল হক অডিটরিয়ামে আড়াইহাজারের একহাজার কৃষককে বিনামূল্যে এক কেজি উচ্চফলনশীল সরিষা বীজ, ১৫ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধামন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির প্রতিফলন অতীতে হয়েছে এবং বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যৎতে হবে বলে তিনি উপস্থিত কৃষকদের আশ্বস্ত করেন। তিনি আরো বলেন, সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০১৯-২০ মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সুবিধা দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরীব দুঃখীদের দিকে বিশেষ খেয়াল রাখতেন। বঙ্গবন্ধু তনায়া শেখ হাসিনা তার বাবার মতোই দেশের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছেন। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইউএনও সোহাগ হোসেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status