বাংলারজমিন

মৌলভীবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি

১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৮:২২ পূর্বাহ্ন

মৌলভীবাজার সদর উপজেলা শেরপুরের বাহাদুরপুর অংশে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ গতকাল দুপুরে মানববন্ধন করেছে। কুশিয়ারা নদীর তীরের ভাঙনকবলিত এলাকায় স্থানীয় জনসাধারণ এ কর্মসূচি পালন করেন। এদিকে ভুক্তভোগী এলাকার জনগণ স্বাক্ষরিত একখানা অভিযোগপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্টদের কাছে দেয়া হয়েছে।  জেলা প্রশাসকের কাছে দেয়া অভিযোগ ও স্থানীয় মানুষের বক্তব্যে জানা যায়, বেশ কিছু দিন ধরে একটি চক্র সদর উপজেলার কুশিয়ারা নদীর বাহাদুরপুর অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে একদিকে বাহাদুরপুর, নিজবাহাদুরপুর এলাকার লোকালয়, ফসলি জমি ভাঙনের মুখে পড়েছে। অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। সম্প্রতি বাহাদুরপুর গ্রামের ভুক্তভোগী মানুষের অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা সহকারী ভূমি কমিশনারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বালু উত্তোলনকারী চক্রের ২টি ড্রেজার, ৪টি নৌকা ও ৬ শ্রমিককে আটক করে। এরপর ওই আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়ে তা আদায় করেন। অবৈধভাবে বালু উত্তোলন না করার শর্তে মুচলেকা নিয়ে ড্রেজার, নৌকা ও আটক শ্রমিকদের ড্রেজার মালিকদের জিম্মায় ছেড়ে দেন। আবার এই চক্র বালু উত্তোলন শুরু করেছে। ফলে এলাকার মানুষ অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে এবং বসতবাড়ি ও ফসলি জমি ভাঙনের কবল থেকে রক্ষার দাবিতে নদীর তীরে মানববন্ধন করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status