বিনোদন

মুক্তি পেয়েছে ইমপ্রেসের ‘ইতি, তোমারই ঢাকা’

স্টাফ রিপোর্টার

১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৮:১৯ পূর্বাহ্ন

ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ছবি ‘ইতি, তোমারই ঢাকা’ আজ দেশব্যাপী মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির আগেই বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে অর্জন করেছে একাধিক সম্মাননা ও পুরস্কার। ছবিটি মুক্তি উপলক্ষে ১৩ই নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে এক প্রিমিয়ার শোর।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, অভিনেতা গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, মজুমদার, রওনাক হাসান, নুসরাত ইমরোজ তিশা, অর্চিতা স্পর্শিয়া, মোস্তাফিজ নূর ইমরান, ইয়াশ রোহান, শ্যামল মাওলাসহ ছবিটির নির্মাতারা। ইমপ্রেস টেলিফিল্ম লি. এর অমনিবাস চলচ্চিত্র নির্মাণ প্রজেক্টের আওতায় ‘ইতি, তোমারই ঢাকা’ নির্মাণ করেছেন ১১ জন নির্মাতা। এরা হচ্ছেন, গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমাায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর ও তানভীর আহসান। ১১ নির্মাতার ১১টি গল্প তুলে ধরা হয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রে। এই চলচ্চিত্রের ক্রিয়েটিভ প্রডিউসার আবু শাহেদ ইমন বলেন, গল্পের শহর ঢাকা। এই শহরের প্রতিটি অলিগলিতে গল্প ঘুরে বেড়ায়। প্রতিটা মানুষের মধ্যে অসংখ্য গল্প বাস করে। চলচ্চিত্রটিতে থাকছে ঢাকা শহরের এই সময়ের তরুণ-তরুণীদের নানাবিধ সংকটের গল্প। এ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, অর্চিতা স্পর্শিয়া,
অ্যালেন শুভ্র, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ প্রায় অর্ধ শতাধিক টিভি পর্দার জনপ্রিয় মুখ। ছবিটি চলছে ঢাকার বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স, বলাকা সিনেওয়ার্ল্ড, মধুমিতা ও শ্যামলী, ঢাকার বাহিরে সিলভার স্ক্রিন(চট্টগ্রাম), পূরবী(ময়মনসিংহ), নিহার (যশোর), চন্দ্রিমা (শ্রীপুর), বর্ষা (জয়দেবপুর), মম ইন (বগুড়া), শঙ্খ (খুলনা), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), মডার্ন (দিনাজপুর) এবং বনলতা (ফরিদপুর)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status