শেষের পাতা

বিরাট চ্যালেঞ্জে সৌরভ

ইশতিয়াক পারভেজ, ইন্দোর (ভারত) থেকে

১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৯:২৩ পূর্বাহ্ন

উচ্চতা মাত্রই ৫ ফুট ৩ ইঞ্চি। ছোটবেলায় বাবা তাকে লম্বা হওয়ার জন্য কিনে দিয়েছিলেন সাইকেল। কিন্তু সেটি সম্ভব না হলেও ব্যাট হাতে নিজেকে নিয়ে গেছেন বিশাল উচ্চতায়। সাগর পাড়ের সন্তান সেই মুমিনুল হক সৌরভ আজ তার বিশাল সাহস আর ব্যাট নিয়ে মুখোমুখি হবে ভারতের। ২৮ বছর বয়সে পেয়েছেন সাগরের মতোই বিশাল দায়িত্ব। নেতৃত্ব দিবেন বাংলাদেশ দলকে। তাও ভারতের মাটিতে। তার সামনে এখন ‘বিরাট’ চ্যালেঞ্জ। হলকার স্টেডিয়ামের ড্রেসিং রুমের সামনে দু’জনের এক ফ্রেমে একটি ছবি। দলের ভঙ্গুর অবস্থা, টেস্ট চ্যাম্পিয়নশিপের নয়া নেতৃত্বে কতটা সফল হতে পারবেন মুমিনুল! না, একটুও ঘাবড়ে যাননি, এমনকি চাপেও নেই। সরাসরি বলে দিলেন কোনো কিছু হারানোর ভয় না নিয়ে তিনি মুখোমুখি হবেন টেস্টের সেরা দলটির বিপক্ষে। ইন্দোরের হলকার স্টেডিয়ামে নিজের নতুন চ্যালেঞ্জ নিয়ে মুমিনুল হক বলেন, ‘এটা আমার জন্য অনেক রোমাঞ্চকর। খুব বড় একটা সুযোগ। এই সুযোগ হয়তো সবাই পায় না। সুযোগটা আমি খুব ভালোভাবে কাজে লাগাতে চাই।’

সেই ২০০০এর ১০ই নভেম্বর গাঢ় সবুজ জার্সি আর টুপি নিজেদের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে টস করেছিলেন নাঈমুর রহমান দুর্জয়। ২০ বছর পর ঠিক সেই মাসেই ভারতের মাটিতে প্রথম পূর্নাঙ্গ টেস্ট সিরিজের টস কয়েন তুলে নিবেন মুমিনুল হক। দেশের ১১তম টেস্ট অধিনায়ক হিসেবে বাংলাদেশের সঙ্গে শুরু করবেন নতুন এক অধ্যায়। ২৮ বছর বয়সী মুমিনুল টেস্ট অভিষেক থেকেই ব্যাট হাতে সৌরভ ছড়াতে শুরু করেন। ক্যারিয়ারের শুরুটাও করেছিলেন দেশের বাইরে শ্রীলঙ্কার মাটিতে গল টেস্টে। আবার অধিনায়কের অধ্যায়টাও শুরু করছেন বিদেশের মাটিতে। এর মধ্যে দেশের হয়ে খেলেছেন ৩৬টি টেস্ট। যেখানে তিনি ৫৬.৭৪ গড়ে করেছেন ৮ সেঞ্চুরি ও ১৩ ফিফটিতে ২৬১৩ রান। এক কথায় সাদা পোশাকে দেশের সেরা ব্যাটসম্যান। তবে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় দলে নেই। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে তো পাচ্ছেন না, তার উপর দলের সেরা ওপেনার তামিমও নেই। যে কারণে এখন সাবেক অধিনায়ক মুশফিকর রহীম ও মাহমুদুল্লাহই তার বড় ভরসা। এ বিষয়ে মুমিনুল বলেন, ‘সাকিব ও তামিম ভাই নেই মানে দলে তিনজন ক্রিকেটারের কম থাকা।

কারণ সাকিব ভাইতো একাই দু’জন ছিলেন। তাই কিছুটা কঠিনতো হবেই। তবে যারা নেই তাদের নিয়ে পড়ে থাকলে হবে না। যারা আছেন তাদের নিয়ে খেলতে হবে। এবং তা সবার জন্যই সুযোগ। আর মাহমুদুল্লা-মুশফিক ভাই শুরু থেকেই আমাকে সাহস দিচ্ছেন। তারা অবশ্যই মাঠে আমার ভরসা।’

তবে ভারতের অধিনায়ক বিরাটই যে বড় চ্যালেঞ্জ তা বেশ ভালো করেই জানা। সবশেষ এই মাঠে তিনি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। এমনকি বাংলাদেশের বিপক্ষে ভারতের মাটিতে প্রথম হায়দরাবাদ টেস্টেও তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন। বলতে গেলে ব্যাট হাতে মূর্তিমান এই আতঙ্ক মাঠে নামবেন সুখ স্মৃতির পাহাড় নিয়ে। অন্যদিকে তাদের তিন পেসার ও স্পিনারের ভয়তো আছেই। এরই মধ্যে নিজেদের পেস বিভাগকে বিশ্বের সেরা বলেও দাবি করেছেন ভারত অধিনায়ক। এ নিয়ে মুমিনুল বলেন, ‘আমরা জানি ভারত তিন বিভাগেই দারুণ শক্তিশালী। তারা আমাদের ব্যাটিং, স্পিন ও পেস বোলিং দিয়েও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। তবে আমরা প্রস্তুত আমাদের মতো করেই।’

আজ খেলবে কি দলের সেরা পেসার মোস্তাফিজ! না সরাসরি কোনো উত্তর দিতে রাজি হননি টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘না, এখানো আমরা কাকে খেলাবো তা নিয়ে সিদ্ধান্ত নেইনি। মোস্তাফিজ খেলবে কিনা তাও বলতে পারছি না।’ সেই সঙ্গে জানিয়েছেন ইন্দোরের হলকার স্টেডিয়ামের উইকেট হতে পারে ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য। তাই অনুুমান করা হচ্ছে ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গে তরুণ সাইফ হাসানের অভিষেক হতে পারে। তা না হলে হয়তো ওপেনিংয়ে দেখা যেতে পারে লিটন কুমার দাসকেই। দলের কিপিংয়ের দায়িত্বও সামলাবেন তিনি। তামিম না থাকায় ইমরুল কায়েসও ওপেন করতে পারেন। তিনে যথারীতি মুমিনুল দায়িত্ব নিতে মাঠে নামবেন। মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ব্যাটিং শক্তি বাড়াতে যোগ হতে পারেন মোহাম্মদ মিঠুন। প্রশ্ন হচ্ছে তিন পেসার নিয়ে খেলবে কি দল? আল আমিন হোসেনের খেলা অনেকটাই নিশ্চিত, এগিয়ে আছেন পেসার ইবাদত হোসেনও। তাহলে মোস্তাফিজ না খেললে জায়গা পাবেন আবু জায়েদ রাহী। জানা গেছে এই ম্যাচে না হলেও কলকাতায় পিংক বলে মোস্তাফিজকে দলে চাইছে ম্যানেজম্যান্ট। স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজের সঙ্গে খেলতে পারেন তাইজুল ইসলামও।

অধিনায়কত্ব ও ব্যাটিংকে চাপ মনে করছেন না মুমিনুল। তিনি বলেন, ‘না, আমি চাপ মনে করছি না, কারণ আমি জানি নেতৃত্ব বাড়তি একটা দিক। যেখান থেকে আমার অনেক কিছু শেখার আছে। তবে ব্যাটিংটাই আমার আসল কাজ, সেটিই মনোযোগ দিয়ে করতে চাই।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status