খেলা

‘সুযোগ’ দেখছেন মুমিনুল

ইশতিয়াক পারভেজ, ইন্দোর (ভারত) থেকে

১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫৬ পূর্বাহ্ন

গ্যালারি থেকে একতারার শব্দ ভেসে আসছে। সেই সঙ্গে একটু পরপর হলকার স্টেডিয়ামে বাংলার এমন সুর কে তুলছেন! দেখা গেল ৮০ বছরের টাইগার সমর্থক নূর বক্স হাজির। আরেক পাশে দাঁড়িয়ে টাইগার শোয়েব অনবরত লাল সবুজ পতাকা উড়িয়ে দলের অনুশীলনেও সমর্থন দিয়ে যাচ্ছেন। আজ শুরু হচ্ছে ইন্দোরে বাংলাদেশ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জ। সংবাদ সম্মেলনেও অধিনায়ক মুমিনুল হকের মুখে চওড়া হাসি। তিনি ভালো করেই জানেন যাদের বিপক্ষে তার মিশন তারা ক্রিকেট বিশ্বের সেরা টেস্ট দলের একটি। তাই তাদের কথা না ভেবে নিজেদের দিকেই মনোযোগ বলে জানিয়ে দিলেন স্পষ্ট করে। শুধু তাই নয়, মাঠের খেলা থেকে শুরু করে নেতৃত্ব সবকিছুই তিনি দেখছেন ‘সুযোগ’ হিসেবে। তার কথোপকথনের মূল অংশ তুলে ধরা হলো-

প্রশ্ন: ভারতের বিপক্ষে টেস্টের চ্যালেঞ্জ কীভাবে দেখছেন?
মুুমিনুল: আমার কাছে মনে হয় পুরোটাই মানসিক শক্তির বিষয়। এটা আমার জন্য অনেক এক্সাইটমেন্টের। জুনিয়র হিসেবে এটা আমার জন্য খুব বড় একটা সুযোগ। আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া এরকম অপরচুনিটি সবাই পায় না। তাই আমি চাই সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগাতে। এরকম সুযোগতো সবাই পায় না তাই আমি সুযোগটা লুফে নিতে চাই। আমি যদি মানসিকভাবে মানিয়ে নিতে পারি ভালো। আমি সেভাবেই এগিয়ে যাচ্ছি। আমার কাছে কোনো সমস্যা মনে হয় না।

প্রশ্ন: প্রস্তুতি ছাড়া টেস্ট সিরিজ কতটা কঠিন?
মুুমিনুল: মনে হয় না প্রস্তুতিতে কোনো ঘাটতি আছে। আপনি কথাটি বললেন আমরা লাস্ট ইয়ার যখন আসছিলাম তখন হায়দ্রাবাদে অনুশীলন ম্যাচ ছিল, এবার নেই। আপনি খেয়াল করে দেখবেন আমরা টেস্ট টিমে আটজন যোগ দিয়েছি। সবাই চার দিনের ম্যাচ খেলে এখানেই এসেছে। আমি নিজেও পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ৮ বা ১০ টির মতো চার দিনের ম্যাচ খেলে এখানে এসেছি। তারপর যারা ছিল তারা কিন্তু খেলার মধ্যেই আছে। মুশফিক ভাই, রিয়াদ ভাই সবাই ফার্স্ট-ক্লাস খেলেছে। তাই কোনো সমস্যা মনে হচ্ছে না।

প্রশ্ন: টাইগারদের সবশেষ টেস্ট রেকর্ডটা ভালো নয়, এটি কতটা প্রভাব ফেলবে?
মুুমিনুল: দেখেন আমিতো কখনো অতীত নিয়ে চিন্তা করি না, ভবিষ্যৎ নিয়েও না। আমার সবসময় বর্তমান নিয়ে চিন্তা থাকে। আমরা যেহেতু এখানে ভালো একটা সুযোগ পেয়েছি দুটা টেস্ট ম্যাচ খেলার ইনশাল্লাহ এখানে ভালো ক্রিকেট খেলবো।

প্রশ্ন: টেস্টে ভারত কঠিন প্রতিপক্ষ সেটা কতটা চাপ তৈরি করে?
মুুমিনুল: আমার মনে হয়, আমাদের কোনো চাপ নাই। আমাদের ওইরকম প্রেশারও নেই যে জিততেই হবে। আমরা আমাদের ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো। আর জেতার আশা নেই তা বলি নাই। আপনারা যেভাবে বলছেন তেমন কোনো বড় চাপ নেই।

প্রশ্ন: ২০ বছর টেস্ট খেলছে বাংলাদেশ, এর মধ্যে পরিবর্তন কোথায় দেখছেন?
মুুমিনুল: অবশ্যই পরিবর্তন এসেছে। আমার কাছে মনে হয় সবচেয়ে বড় পরিবর্তন আমাদের ক্রিকেটারদের টেস্ট খেলার মানসিকতায়। এখন আমরা টেস্ট খেলতে চাই তাও ভালোভাবে। আমি বলবো পাফরম্যান্সের ক্ষুধাও বেড়েছে।

প্রশ্ন: দ্বিতীয় টেস্টে গোলাপি বল নিয়ে ভাবনা কী?
মুুমিনুল: আমরা কয়দিন ঢাকায় ছিলাম, আমরা অনুশীলন করেছি। এখানে আসার পর হয়নি। আমার কাছে মনে হয় সেই ম্যাচ শুরু হওয়ার আগে কয়েকদিন সুযোগ পাবো, ওই সময় আমরা এটা অ্যাডজাস্ট করতে পারবো। পিঙ্ক বলে আমাদের কখনো খেলা হয়নি।
আমরা কখন আবার পিঙ্ক বলে খেলবো আইডিয়া নাই। আমরা একটা সুযোগ পেয়েছি পিঙ্ক বলে খেলার। ঘাটতি আছে এগুলো চিন্তা না করে ভালোভাবে নিজেদের কাজটা করা উচিত।


 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status