বাংলারজমিন

সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

বাংলারজমিন ডেস্ক

১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫৬ পূর্বাহ্ন

গতকাল দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে ফরিদপুরের মধুখালীতে একই পরিবারের ৪ জন, চুয়াডাঙ্গায় ১ শিশু, কুমিল্লায় ২ জন, নওগাঁয় গৃহবধূ, পঞ্চগড়ে শিশু শিক্ষার্থী ও বরগুনায় ১, কুমিল্লা ও শাহরাস্তিতে ২জন রয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের মধুখালী উপজেলায় সবজি বোঝাই পিকআপ চাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরও দুইজন। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার সংলগ্ন ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের পাঁচ কোরকদী পাল পাড়ার অযোদ্দা পালের স্ত্রী দিপালী পাল (৬০), তার নাতি জয় পাল (৮), স্বর্গ পাল (৫) এবং  কৌশিক পাল (১২)। জানা গেছে, দিপালী (৬৫) পাল ও তার নাতি জয় পাল (৮) ঘটনাস্থলেই নিহত হন। আহত চারজনকে মধুখালী উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ফরিদপুর  মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় স্বর্গপাল (৫। এদিকে গতকাল ভোরে ঢাকায়  নেয়ার পথে মারা যায় কৌশিক পালের (১২)। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধার পর বাগাট দাস পাড়া ধর্মীয় নামযজ্ঞানুষ্ঠান কীর্তন শুনে বাড়ি ফেরার উদ্দেশে ভ্যানযোগে রওনা দেন তারা। পথিমধ্যে ঢাকাগামী একটি কাঁচামাল বোঝাই পিকআপ তাদেরকে চাপা দেয়।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের দশমাইল নামক স্থানে বাসের ধাক্কায় ভটভটিতে থাকা নানীর কোল থেকে ছিটকে পড়ে শোভন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১০টার এ দূর্ঘটনা ঘটে। নিহত শোভন সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটআড়িয়া গ্রামের খবির আলীর ছেলে।
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকায় ইলিশ মাছ নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে  ট্রাক খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লর বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কক্সবাজার সদর উপজেলার বাহার চরা এলাকার মতিউর রহমানের ছেলে মাছ চালানকারী সৈয়দ হোসেন (৩৫) ও ট্রাকের হেলপার (২৫)। তার নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মহাসড়কের কোরপাইয়ে একটি মাছভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাছের চালানকারী ও  হেলপার নিহত হয়েছেন।
নওগাঁ প্রতিনিধি জনান, নওগাঁর বদলগাছীতে ট্রাক্টরের চাপায় আঞ্জুয়ারা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আঞ্জুয়ারা বেগম গ্রামের মোজাফ্‌ফর হোসেনের স্ত্রী।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় সাহিম (৬) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চেকরমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহিম চেকরমারি এলাকার শহিদুলের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বরগুনা প্রতিনিধি জানান, বরগুনায় সড়ক দুর্ঘটনায় মো. বদিউজ্জামান বদু (৪৭) নামের এক যুবকের নিহত হয়েছেন। গত মঙ্গল দিবাগত রাত ১টার দিকে বরগুনা সদর উপজেলার  সোনাখালী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে শাহারাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: শাহরাস্তিতে মোটরসাইকেল দুর্ঘটনায় গ্রামীণ ব্যাংকের এরিয়া প্রোগ্রাম অফিসার মো. গোলাম মোস্তফার (৫৭) মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রায়শ্রী উত্তর ইউপি’র বিজয়পুর (হাটখোলা) ছটকিবাড়ী রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার মিস্ত্রি পুকুরপাড়ে ট্রাকচাপায় রিংকন বড়ুয়া (৩০) নামে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার রাত ৮টায় এ দূর্ঘটনা ঘটে। তিনি কচুয়া থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status