বাংলারজমিন

সিলেটে সংবাদ সম্মেলন

জগন্নাথপুরে প্রবাসীর ভূমি দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৪১ পূর্বাহ্ন

তথাকথিত ছাত্রলীগ নেতা রাজু ও তার সহযোগীদের অব্যাহত হুমকিতে একটি প্রবাসী পরিবার দেশে ফিরতে পারছেন না বলে অভিযোগ করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সৈয়দপুর পশ্চিমপাড়া গ্রামের দিলু মিয়ার পুত্র শাহেদ আহমদ। তার চাচাতো ভাই একই গ্রামের মরহুম সুনু মিয়ার পুত্র যুক্তরাজ্য প্রবাসী মো. সাজিদুর রহমান ও তার ভাইবোনদের ভূমি দখলে মরিয়া হয়ে উঠেছে রাজু ও তার পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাহেদ এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার চাচা মরহুম সুনু মিয়া তিন ছেলে ও ৭ মেয়ে রেখে মারা যান। তারা যুক্তরাজ্য প্রবাসী। চাচার মৃত্যুর পর আমাদের নিকটাত্মীয় মৃত ওয়ারিছ আলীর পুত্র আলী আহমদ, নূর আহমদ, দিল আহমদ, আলী আহমদের পুত্র রাজু, মৃত রহমত উল্লার পুত্র গুলজার এবং দিল আহমদের পুত্র ছানাওর মিয়া তার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা শুরু করে। ভূমিখেকো এসব সন্ত্রাসী বাড়ির পশ্চিমাংশের ভূমি একাকমলক্ষী মৌজার ২৩২ নম্বর খতিয়ানে চাচার নামে রেকর্ডীয় বর্তমান দাগ নং ৩৪৪ এবং সাবেক দাগ নং ৩৫২- এ কয়েক শতক ভূমি দখল করে নিয়েছে। তিনি বলেন, ইদানিং তারা সাজিদুর রহমানের বসতঘরের পশ্চিমে বেশ কয়েক শতক ভূমি মাটি ভরাট করে দালানকোটা নির্মাণের চেষ্টা করলে আমরা প্রতিবাদ করি। তারা গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়। তাদের হুমকি আর অস্ত্রের ঝনঝনানিতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। চাচাতো ভাই বোনেরা প্রবাসে থাকায় তাদের সম্পত্তি আমি এবং আমার ফুফাত ভাই সৈয়দ মিজাত মিয়া দেখাশুনা করি। এ কারণে সন্ত্রাসীরা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করছে। তারা দাঙ্গাবাজ ও লাটিয়াল। বিশেষ করে রাজু নিজেকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সে এবং তার সিন্ডিকেটের বিরুদ্ধে ভূমি দখল, নারী নির্যাতন, মাদক সেবন ও বিক্রির অভিযোগও রয়েছে। তার ভয়ে আমার প্রবাসী ভাই-বোনেরা দেশে আসতে পারছেন না। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-সৈয়দ ছফেদ মিয়া, মির্জা শাফুল, মো. মাজেদ মিয়া, সৈয়দ আনিসুর রহমান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status