বাংলারজমিন

ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৪০ পূর্বাহ্ন

মৌলভীবাজারের সদর উপজেলার সরকার বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে  ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শেরপুর ফাঁড়ির পুলিশ ফোর্স। অভিযানকালে সরকার বাজারে অবস্থিত সার, বীজ ও কীটনাশক ডিলার রাহী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, হাজী আইয়ুব উল্লাহ মার্কেটে অবস্থিত আইডিয়াল ফুডকে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
 বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করা, অতিরিক্ত দামে সার বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করা, নিষিদ্ধ এনার্জি ড্রিংকস রেড বুল বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এ সকল জরিমানা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status