বাংলারজমিন

দেওয়ানগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৩৫ পূর্বাহ্ন

দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০১৯-২০ মৌসুমে সরিষা, ভুট্টা, গম, পিয়াজ এবং খরিদ ১/২০২০ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন. উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আঃ মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন. উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মুহাম্মদ ইমরান, ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন এসোসিয়েশনের সভাপতি উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, আবু জায়েদ, আব্বাস উদ্দিন, আবদুল আল-মামুন, আঃ রহমান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status