এক্সক্লুসিভ

বিমান হামলা চালিয়ে কমপক্ষে ১৯ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

মানবজমিন ডেস্ক

১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৭:৫৩ পূর্বাহ্ন

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৯ ফিলিস্তিনি। ইসরাইলের প্রধান শহরগুলোকে লক্ষ্য করে ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের রকেট হামলার জবাবে এই বিমান হামলা চালানো হয়। বুধবার রাতভর চলে এই হামলা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার। এদিন ইরানসমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের অন্যতম প্রধান নেতা বাহা আবু আল-আত্তাকে হত্যা করে ইসরাইল। মঙ্গলবার গাজা উপত্যকায় সুনির্দিষ্ট লক্ষ্যে চালানো এক অভিযানে তিনি নিহত হন। সিরিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইসলামিক জিহাদের ওই নেতার বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে তিনি ও তার স্ত্রী নিহত হয়েছেন। এরপরই তেল আবিবসহ ইসরাইলের প্রধান শহরগুলোকে টার্গেট করে রকেট হামলা চালায় ইসলামিক জিহাদ। ইসরাইলের আয়রন ডোম বেশ কয়েকটি রকেট
 ধ্বংসে সফল হয়। ওই হামলায় ইসরাইলের অভ্যন্তরে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসলামিক জিহাদের নেতা খালেদ আল-বাতশ বলেন, ইসরাইল গাজা ও সিরিয়ার অভ্যন্তরে দুটি হামলা চালিয়েছে। এটি যুদ্ধের উস্কানি। এদিন রাতেই গাজায় বড় ধরনের বিমান হামলা চালায় ইসরাইল। এতেই হতাহতের ওই ঘটনা ঘটে।

ঘটনার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইসরাইলের অভ্যন্তরে থেমে থেমে রকেট হামলা চালাচ্ছে ইসলামিক জিহাদ। তবে তুলনামূলক বড় গোষ্ঠী হামাস নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। রয়টার্স জানিয়েছে, ইসরাইলের সঙ্গে উত্তেজনা কমাতে স্বাক্ষরিত চুক্তি মেনে চলছে গোষ্ঠীটি। বর্তমানে ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ এড়িয়ে চলছে হামাস। ইসরাইলি বাহিনীও জানিয়েছে, তারা গাজার অভ্যন্তরে শুধু ইসলামিক জিহাদের স্থাপনায় হামলা চালিয়েছে। এতে তাদের অন্তত তিন রকেট নিক্ষেপকারী নিহত হয়েছেন।

ইসলামিক জিহাদের এক মুখপাত্র জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে উত্তেজনা নিরসনের চেষ্টা করে কোনো লাভ নেই। এখনই সময় ‘জায়নবাদী শত্রুদের’ জবাব দেয়ার। তবে ওই ব্যক্তি তার পরিচয় প্রকাশ করেননি। তিনি আরো বলেন, ইসরাইল অবশ্যই তার এই হামলার মূল্য পরিশোধ করবে। আমরা তাদের সব ধরনের আগ্রাসনের মোকাবিলা করতে দৃঢ়প্রতিজ্ঞ।

ইসরাইলি কর্মকর্তারা এক বিবৃতিতে জানায়, আল-আত্তা ছিলেন একটি ‘টাইম বোমা’। তাকে হত্যা করা ছাড়া ইসরাইলের হাতে আর কোনো রাস্তা খোলা ছিল না। তাকে সীমান্তের এপাড়ে রকেট, ড্রোন ও স্নাইপার হামলার দায়ে অভিযুক্ত করেছেন ইসরাইলি কর্মকর্তারা। জানিয়েছেন, এরকম আরো হামলা চালানোর পরিকল্পনা ছিল তার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status