অনলাইন

ওআইসি’র পক্ষ থেকে মামলা করায় চাপে থাকবে মিয়ানমার

তামান্না মোমিন খান

১৩ নভেম্বর ২০১৯, বুধবার, ১:৩৮ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সর্ম্পক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন, জাতিসংঘের আর্ন্তজাতিক বিচার আদালতে রোহিঙ্গা হত্যা নিয়ে ইসলামিক দেশগুলোর সংস্থা ওআইসির পক্ষ থেকে মামলা করায় চাপে থাকবে মিয়ানমার। আশা করি মিয়ানমার এখন বুঝতে পারবে রোহিঙ্গা ইস্যু শুধু মিয়ানমার-বাংলাদেশের বিষয় নয়। এটি এখন আর্ন্তজাতিক বিষয় হয়ে গেছে। মিয়ানমার এখন স্বাভাবিকভাবে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করবে। কোন সন্দেহ নেই মিয়ানমার এখন দেখানোর চেষ্টা করবে তারা রোহিঙ্গাদের ফেরত নিচ্ছে বা ফেরত নেবার প্রক্রিয়া শুরু করবে। আর্ন্তজাতিকভাবে চাপ যত বাড়বে তত দ্রুত রোহিঙ্গা সমস্যার সমাধান হবে। মিয়ানমার রোহিঙ্গাদের ওপর যে  গণহত্যা ও মানবতা বিরোধী কমকাণ্ড চালিয়েছিল সে কারণেই তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। জাতিসংঘের আর্ন্তজাতিক বিচার আদালতে  ইসলামিক দেশগুলোর সংস্থা ওআইসির পক্ষ থেকে মামলা করায় রোহিঙ্গাদের ওপর যে দমন-নিপীড়ন চলছিল তার সমাধান হবে বলে আমরা আশা করছি। গত দুই বছরে মধ্যে রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির পক্ষ থেকে মামলা করা একটি ইতিবাচক পদক্ষেপ। মিয়ানমারের ওপর আর্ন্তজাতিকভাবে বড় ধরনের চাপ বাড়াতে বাংলাদেশকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তো প্রত্যেকটা অনুষ্ঠানেই বলছেন রোহিঙ্গা ইস্যুটা আর্ন্তজাতিক। এবং এই সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের সহযোগিতা চাইছেন। আর্ন্তজাতিকভাবে যত বড় আকারে আমরা প্রেসার আনতে পারবো মিয়ানমার ততই বুঝতে পারবে যে একটা স্থায়ী সমাধানে যেতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status