দেশ বিদেশ

প্রেসিডেন্ট কাঠমান্ডুতে

কূটনৈতিক রিপোর্টার

১৩ নভেম্বর ২০১৯, বুধবার, ৯:০৩ পূর্বাহ্ন

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারীর আমন্ত্রণে চার দিনের সফরে মঙ্গলবার কাঠমাণ্ডু পৌঁছেছেন প্রেসিডেন্ট  মো. আবদুল হামিদ। প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি বেলা সাড়ে ১২টায় ঢাকা ত্যাগ করে স্থানীয় সময় দুপুর ১টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নেপালের প্রেসিডেন্ট এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বিমানবন্দরে আবদুল হামিদকে স্বাগত জানান। পরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গেওয়ালি কাঠমান্ডুতে হোটেল ম্যারিয়টের স্যুটে গিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরকালে নেপালের প্রেসিডেনশিয়াল হাউজ শীতল নিবাসে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। প্রেসিডেন্ট ভাণ্ডারী বাংলাদেশের রাষ্ট্র প্রধান এবং তাঁর সফরসঙ্গীদের সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করতে যাচ্ছেন। প্রেসিডেন্ট এতে অংশ নেবেন। নেপালের প্রধানমন্ত্রী ও দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কেপি শর্মা ওলি, জাতীয় পরিষদের (উচ্চ কক্ষ) স্পিকার গণেশ প্রসাদ তিমিলসিনা, সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির কো-চেয়ার পুষ্প কমল দহল, নেপালি কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা শের বাহাদুর দেউবা প্রেসিডেন্টের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করবেন। প্রেসিডেন্ট হামিদ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ভক্তপুর দরবার স্কয়ার ও কাঠমান্ডুতে বিভিন্ন মন্দির পরিদর্শন করবেন। তিনি ১৪ নভেম্বর পোখারায় যাবেন এবং কাঠমান্ডুতে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ ক্লাব আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। বিদায়ের আগে ১৫ই নভেম্বর চন্দ্রগিরি পাহাড় ভ্রমণে যাবেন তিনি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে- প্রেসিডেন্ট পত্নী রাশিদা খানম, তাঁর পুত্র সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিক, হুইপ আতিউর রহমান আতিক, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এবং বঙ্গভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসাবে রয়েছেন। বার্তা সংস্থাটির খবর মতে, দুপুরে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়ার আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, কূটনীতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নেপালের রাষ্ট্রদূতের প্রতিনিধি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেসিডেন্টকে বিদায় জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status