খেলা

‘এখন টেস্টে ভালো করার দিকেই মনোযোগ’

স্পোর্টস রিপোর্টার, ইন্দোর (ভারত) থেকে

১৩ নভেম্বর ২০১৯, বুধবার, ৮:৪৭ পূর্বাহ্ন

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে লড়াই করে ভারতের কাছে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টাইগারদের সব মনোযোগ এখন টেস্ট সিরিজে। টি-টোয়েন্টি সিরিজ থেকে প্রেরণা নিয়ে টেস্টেও ভালো খেলতে চায় তারা। আগামীকাল ইন্দোরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছে মুমিনুল হকের দল। গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেন, ‘দেশ থেকে যখন আসি, তখনো কেউ ভাবতে পারেনি আমরা ভারতকে টি-টোয়েন্টিতে হারাবো। খেলোয়াড়দের মাঝে ঠিকই বিশ্বাস ছিল। যখনই আমরা মাঠে নামি, প্রতিপক্ষ সহজ হোক কঠিন হোক জেতার জন্য নামি। আমরা অনেকবারই ভারতের বিপক্ষে জেতার মুহূর্তে গিয়েছি। এখন টেস্টে ভালো করার দিকেই মনোযোগ।’

টেস্টে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। কিছুদিন আগেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে তারা। এর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জেতে বিরাট কোহলির দল। ৫ ম্যাচে ২৪০ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার উপরে ভারত। তাদের বিপক্ষেই টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করছে টাইগাররা। এ সিরিজে বাংলাদেশ পাচ্ছে না দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে। মিঠুন বলেন, ‘তারা দু’জন আমাদের সেরা খেলোয়াড়। সাকিব ভাইয়ের বদলি হওয়ার মতো কেউ আসেনি এখনো। অবশ্যই আমরা তাদের মিস করবো। তাদের অভিজ্ঞতা কাজে লাগতো। যেহেতু তারা নেই, তাই এটা নিয়ে না ভেবে যারা আছি তারা কীভাবে ভালো করতে পারি সেটাই ভাবছি।’ বিরাট কোহলির দলের বিপক্ষে জয় পেতে কী করতে হবে? মিঠুন বলেন, ‘এটা টি-টোয়েন্টি নয় যে নামার সঙ্গে সঙ্গেই জয়ের চিন্তা করবো। প্রতিটি সেশন গুরুত্বপূর্ণ। ম্যাচের প্রথম দিন দুই ঘণ্টা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পঞ্চম দিনের শেষ দুই ঘণ্টাও গুরুত্বপূর্ণ। তাই যত বেশি সেশন জিততে পারবো, আমাদের ততোবেশি ম্যাচ জয়ের সম্ভাবনা থাকবে।’

ভারতের মাটিতে নিজেদের পারফরম্যান্সটাকেই বড় করে দেখছেন মিঠুন। তিনি বলেন, ‘তাদের দুর্বলতা খোঁজার চেয়ে নিজেদের শত্তিমত্তাতে বেশি মনোযোগ দিচ্ছি আমরা। ভারতের মাটিতে পৃথিবীর কোনো দলই সুবিধা করতে পারেনি। এখানে কীভাবে ভালো ক্রিকেট খেলা যায় সেটাই চেষ্টা করছি। ওদের দুর্বলতা খুঁজতে গেলে নিজেদের পরিকল্পনা থেকে সরে যাবো আমরা।’

টি-টোয়েন্টি সিরিজে ভালো বোলিং করেছেন বাংলাদেশি বোলাররা। পেসার শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও লেগস্পিনার আমিনুল ইসলামের কথা আলাদভাবে বলতে হবে। টেস্টেও ভারতের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলা সম্ভব বলে মনে করেন মিঠুন। তিনি বলেন, ‘আউট হতে কিন্তু একটা বলই যথেষ্ট। বিশ্বের যেকোনো ব্যাটসম্যান যেকোনো সময় আউট হতে পারে। আমাদের বোলিং ইউনিট শৃঙ্খলা বজায় রেখে বল করতে পারলে অবশ্যই সম্ভব (ভারতের ব্যাটিংকে চাপে রাখা)।’

মোসাদ্দেক হোসেনের ইনজুরিতে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে খেলার সুযোগ হয়েছিল মিঠুনের। ব্যাট হাতে ২৭ রান করেছিলেন। সাদা পেশাকে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলেছেন মিঠুন। সবশেষ গত বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে টেস্ট খেলেছিলেন তিনি। মিঠুন বলেন, আমার জন্য প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। যখনই সুযোগ পাই, নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি। সবসময় নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করি। যেনো সুযোগ পেলেই কাজে লাগাতে পারি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status