বাংলারজমিন

সিলেটে পাল্টা সংবাদ সম্মেলন

বিয়ানীবাজার আওয়ামী লীগ সভাপতি আল-বদর নয়

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৩ নভেম্বর ২০১৯, বুধবার, ৭:৪৭ পূর্বাহ্ন

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী সভাপতি আবদুুল হাছিব মনিয়া শান্তি কমিটির সদস্য কিংবা রাজাকার ছিলেন না। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। আওয়ামী লীগের উপজেলা কাউন্সিলকে সামনে রেখে তার বিরুদ্ধে কয়েকজন মুক্তিযোদ্ধা অপপ্রচার চালান। সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে উপজেলা কমান্ডের পক্ষে বক্তব্য রাখেন- বিয়ানীবাজার থানা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বাবুল আক্তার। তিনি লিখিত বক্তব্যে জানান, শনিবার সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়া লীগকে রাজাকার, আলবদর মুক্ত রাখার দাবি করেন বিয়ানীবাজারের সুপাতলা গ্রামের বাসিন্দা ও মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী। ইদ্রিছ আলী তার বক্তব্যে সিলেটের মুক্তিযোদ্ধা সংসদ থেকে প্রকাশিত রণাঙ্গন-৭১ এর বইয়ের উদ্ধৃতি দিয়ে জানান, ‘বিয়ানীবাজার আওয়ামী লীগের বর্তমান সভাপতি আবদুল হাছিব মনিয়া শান্তি কমিটির সদস্য ছিলেন’। যা আদৌ সত্য নয়। ২০১৭ সালে সিলেটের যুগ্ম জজ আদালতে তা নিয়ে মামলাও করেছেন মনিয়া। কতিপয় বিপথগামী সহযোদ্ধা কারো প্ররোচনায় মনিয়ার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন বলে দাবি করেন বাবুল আক্তার। বক্তব্যে বলা হয়, ৭১ সালে শহীদ জামালকে ধরে নিয়ে হত্যা করে রাজাকার ফুরকান মাস্টার। অথচ আজো জামালকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দেয়া হয়নি। তাকে সম্মান জানানোর দাবি করেন মুক্তিযোদ্ধারা। এক প্রশ্নের জবাবে বাবুল আক্তার জানান, আওয়ামী লীগে কারা আসবে সেটা দলীয় বিষয়। কিন্তু দীর্ঘদিনের একজন সভাপতির বিরুদ্ধে রাজাকারের অপবাদ দেয়া মেনে নেয়া যায় না। কারণ, মুক্তিযোদ্ধাদের কাছে তিনি রাজাকার নন, সংগঠক ছিলেন। মুক্তিযোদ্ধারা কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কামান্ডর রফিক উদ্দিন, সাবেক ডেপুটি কামান্ডার আতিক উদ্দিন মেম্বার ও মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status