এক্সক্লুসিভ

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে হাইকোর্টের হতাশা

স্টাফ রিপোর্টার

১২ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ৭:৩৭ পূর্বাহ্ন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত ৮ বছরেও শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই হতাশা প্রকাশ করেন। পরে আদালত এই মামলার পরবর্তী আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন। আদালতে আবেনকারী তানভীর রহমানের পক্ষে উপস্থিত ছিলেন, আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।
তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শফিকুল আলম মামলার নথিসহ(সিডি) হাজির হয়ে আদালতকে বলেন, জুলাই মাসে মামলাটির তদন্তের দায়িত্ব পড়েছে তার উপর। এখন পর্যন্ত এফবিআই থেকে চারটি ডিএনএ টেস্টের মধ্যে দুটির রিপোর্ট পাওয়া গেছে। এ দুটি টেস্টের সঙ্গে আসামিদের মিল পাওয়া যায়নি বলে সেগুলো ফের যুক্তরাষ্ট্রে এফবিআইর ল্যাবে পাঠানো হয়েছে। তখন আদালত বলেন, কবে আসবে ডিএনএ রিপোর্ট? জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, শিগগিরই চলে আসবে। এরপর বিচারক তদন্ত কর্মকর্তার কাছে জানতে চান, যে ল্যাপটপ খোয়া গিয়েছিল সেটি কি উদ্ধার করা গেছে? জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, উদ্ধার করা যায়নি। বিচারক তখন জানতে চান, কি কি আলামত জব্দ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা বলেন, ছুরি, বটি, কাপড় টাঙানোর দড়ি ইত্যাদি ইত্যাদি। মোট ২৩টি আলামত জব্দ করা হয়েছে। সবগুলো আলামতই বাসায় ব্যবহার্য। জব্দকৃত ছুরি-বটি হত্যায় ব্যবহার করা হয়েছে কিনা বিচারক জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, ডিএনএ টেস্টেই এসেছে এগুলো ব্যবহার করা হয়েছে। বিচারক তদন্ত কর্মকর্তাকে বলেন, ল্যাপটপ মিসিং নিয়ে তো পত্রপত্রিকায় সে সময় রিপোর্ট হয়েছে, সেসব রিপোর্ট নিয়ে কি কাজ করেছেন আপনারা? তদন্ত কর্মকর্তা বলেন, এ মামলায় আমি সবে দায়িত্ব নিয়েছি। গত ৪ঠা জুলাই থেকে। এর আগে আরো ৬ জন তদন্তের দায়িত্বে ছিলেন। তখন বিচারক বলেন, এটা একটা সমস্যা, মিউজিক্যাল চেয়ারের মত। এরপর আগামী বৃহস্পতিবার পরবর্তী আদেশের জন্য রাখে আদালত।
সারওয়ার হোসেন সাংবাদিকদের বলেন, সাগর রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা খন্দকার সফিকুল আলম আদালতকে জানিয়েছেন, যেসব আলামত জব্দ করা হয়েছে সেসব আলামতের ডিএনএ পরীক্ষার রিপোর্ট যুক্তরাষ্ট্রে রয়েছে। তখন আদালত জানতে চান, কবে আসবে ডিএনএ রিপোর্ট? তদন্ত কর্মকর্তা বলেন, শিগগিরই চলে আসবে।
গত ২০শে অক্টোবর, সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় তার ব্যাখ্যা দিতে মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেন হাইকোর্ট। সে অনুযায়ী গতকাল মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শফিকুল আলম সমস্ত নথিপত্র (সিডি) নিয়ে হাজির হয়ে আদালতে ব্যাখ্যা দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status