খেলা

বাংলাদেশের লক্ষ্য ১৭৫

স্পোর্টস রিপোর্টার

১০ নভেম্বর ২০১৯, রবিবার, ৭:০১ পূর্বাহ্ন

নাগপুরে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে বাংলাদেশকে জয়ের জন্য ১৭৫  রানের লক্ষ্য দিলো ভারত। টসে হেরে ব্যাটিংয়ে নেমে লোকেশ রাহুল আর শ্রেয়াস আইয়ারের ফিফটিতে ২০ ওভারে ১৭৪/৫ সংগ্রহ করে ভারত। বাংলাদেশের হয়ে শফিউল ইসলাম ৪ ওভারে ৩২ রানে ২টি। সৌম্য সরকার ২৯ রানে নেন ২ উইকেট। 
৪ ওভারে ২২ রান দিয়ে আল আমিনের শিকার এক  উইকেট। মোস্তাফিজুর সুবিধা করতে পারেননি। ৪ ওভারে ৪২ রান খরচ করে উইকেটশূন্য থাকেন। 

ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন শফিউল ইসলাম। তার বলে উপড়ে যায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার লেগ স্টাম্প। আগের ম্যাচে ৮৫ রান করা রোহিত এবার ২ রানেই ফেরেন। তবে লোকেশ রাহুলকে নিয়ে মারমুখী হয়ে উঠেন আরেক ওপেনার শিখর ধাওয়ান। পাওয়ার প্লের শেষ ওভারে ধাওয়ানকেও তুলে নেন শফিউল। ১৯ রানে থামেন ধাওয়ান। উঠিয়ে মারতে গিয়ে ধরা পড়েন মাহমুদুল্লাহ রিয়াদের হাতে। ওই ওভারেই শ্রেয়ার আইয়ারের ক্যাচ ছাড়েন  আমিনুল ইসলাম।

লোকেশ রাহুল-শ্রেয়াস আইয়ারের তৃতীয় উইকেট জুটিতে  চাপ সামলে উঠেছিল   ভারত। লোকেশ রাহুল  ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন। তবে ১৩তম ওভারের প্রথম বলেই তাকে সাঝঘরে ফেরান আল আমিন। ৫২ রান করা রাহুল ধরা পড়েন লিটন দাসের হাতে। ভাঙে ৫৯ রানের জুটি।

এরপর জীবন পাওয়া আইয়ার ব্যাট হাতে ঝড় তোলেন। ২৭ বলে তুলে নেন ফিফটি। ইনিংসের ১৫তম ওভারে আফিফ হোসেনকে টানা তিন বলে তিন ছক্কা হাঁকান তিনি। তবে ১৬তম ওভারের প্রথম বলেই ঋষভ পান্তকে (৬) সরাসরি বোল্ড করেন সৌম্য সরকার। ওই ওভারের পঞ্চম বলে সৌম্য তুলে নেন আইয়াকে। ৩৩ বলে ৬২ রান করেন তিনি।

শেষ দিকে মানিশ পান্ডের ১৩ বলে ২২* ও শিভম দুবের ৯* রানের সুবাদে ১৭৪ রানে থামে ভারত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status