বিশ্বজমিন

২০ বছরের মধ্যে জার্মানিতে তিনজনের একজন হবেন অভিবাসী

মানবজমিন ডেস্ক

১০ নভেম্বর ২০১৯, রবিবার, ৯:০১ পূর্বাহ্ন

আগামী দুই দশকের মধ্যে জার্মানির মোট জনসংখ্যার প্রতি তিনজনের মধ্যে একজনের অভিবাসী শেকড় থাকবে। তবে বড় শহরগুলোতে এই হার হবে আরো বেশি। সেখানে মোট জনসংখ্যার অন্তত ৭০ ভাগই হবে সরাসরি অভিবাসী বা তাদের বংশধর। জার্মান অভিবাসী বিশেষজ্ঞদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ডয়েচে ভেলে। বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জার্মানিকে অবশ্যই আরো বেশি পরিমাণের বিদেশিদের আশ্রয় দিতে হবে। ফলে ২০৪০ সাল নাগাদ দেশটির মোট জনসংখ্যার অন্তত ৩৫ শতাংশ মানুষ হবে অভিবাসী ও তাদের বংশধর। বিশেষজ্ঞ হার্বার্ট ব্রাকার জার্মানির অভিবাসন গবেষণা বিভাগের প্রধান। তিনি বলেন, ক্রমেই জার্মানি আরো বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠবে। বর্তমানে, জার্মানির মোট জনসংখ্যার প্রতি চারজনের মধ্যে একজনের রয়েছে অভিবাসী শেকড়। তবে আগামী ২০ বছরে এটি ৩৫ শতাংশ হয়ে যাবে। তবে এ সংখ্যা ৪০ ভাগেরও বেশি ছাড়িয়ে যেতে পারে এমন সম্ভাবনাও রয়েছে বলে মনে করেন তিনি। তিনি আরো বলেন, আমরা যেটা লক্ষ্য করছি যে বর্তমানে বড় শহরগুলোতে আমরা যা দেখছি তা ভবিষ্যতে সমগ্র দেশের জন্য সত্যি হবে। তবে এই বড় মাত্রায় অভিবাসীদের আশ্রয় জার্মানিতে অন্য আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি করছে। বেশিরভাগ অভিবাসীই থাকে অদক্ষ। তাদেরকে দক্ষ করে জার্মানির জন্য সম্পদে পরিণত করাটা দেশটির জন্য ভবিষ্যতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status