বাংলারজমিন

১৫ বছর পর মহম্মদপুর উপজেলা সম্মেলন

নেতাদের দৌড়ঝাঁপ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

১০ নভেম্বর ২০১৯, রবিবার, ৮:৫২ পূর্বাহ্ন

দীর্ঘ ১৫ বছর পর  আগামীকাল ১১ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। আর এই সম্মেলনকে ঘিরে কর্ম ব্যস্ত হয়ে উঠেছে উপজেলার আওয়ামী লীগ। দীর্ঘদিন দলটির সম্মেলন না হওয়ায় সাংগঠনিক কার্যক্রমে কিছুটা ভাটা পড়লেও আসছে সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে দ্বিধা বিভক্ত উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীর মাঝে। কাউন্সিলের মাধ্যমে দলের তরুণ নেতাকর্মীরা নতুন নেতৃত্বের প্রত্যাশা করছেন। তবে নবীন ও প্রবীণের সমন্বয়ে দলে ত্যাগী নেতাদের সবাইকে নিয়ে নতুন কমিটি গঠিত হবে এমন আশা করছে দলের বয়োজ্যেষ্ঠ নেতারা। সম্মেলনের অল্প সময় বাকি থাকলেও ইতিমধ্যে প্রার্থীরা স্ব-স্ব পদে নিজেদের প্রার্থী হিসেবে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সবচেয়ে বেশি প্রচার-প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে। সমঝোতা না ভোটে নেতা নির্বাচিত করা হবে এ নিয়েও রয়েছে নানা আলোচনা। অনেকে আলোচনার মাধ্যমে কমিটির পক্ষে মত দিলেও কেউ কেউ কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে কমিটি হওয়ার পক্ষে মত দিচ্ছেন। আবার অনেকে সমঝোতার মাধ্যমে নেতৃত্বে আসার জন্যও তদবির চালিয়ে যাচ্ছেন। সম্মেলনকে সামনে রেখে মহম্মদপুর উপজেলায় দ্বিধা বিভক্ত নেতাকর্মীরা পদ-পদবি পেতে লবিং, দৌড়ঝাঁপ শুরু করছেন। সূত্রে জানায়, ২০০৪ সালে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আলহাজ গোলাম রব্বানীকে সভাপতি ও এডভোকেট মান্নানকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজন বয়োজ্যেষ্ঠ ও মৃত্যুবরণ করার কারণে দলের কার্যক্রম নিষ্ক্রিয়  রয়েছে।
এদিকে মহম্মদপুর উপজেলা সম্মেলনের তারিখ ১১ই ডিসেম্বর ঘোষণার পর পরই সভাপতি পদে ৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ৭ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। ইতিমধ্যে  সম্মেলনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এডভোকেট আবদুল মান্নানকে আহ্বায়ক ও ২৫ জনকে সদস্য করে সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবু সাইদ আল মাহমুদ স্বপন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status