খেলা

সবকিছু ভুলে ঘুরে দাঁড়াতে চান শফিউল

স্পোর্টস ডেস্ক

৯ নভেম্বর ২০১৯, শনিবার, ৮:৪৭ পূর্বাহ্ন

জিতলেই ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত হয়ে যেতো বাংলাদেশের। তবে রাজকোটে হার শেষে অপেক্ষাটা তৃতীয় ম্যাচের জন্য। বৃহস্পতিবার রাজকোটে রোহিত শর্মার ব্যাটিং ঝড়ে লণ্ডভণ্ড হয় বাংলাদেশের বোলিং লাইন। তিনজন বোলার ওভার প্রতি দশের বেশি রান দিয়েছেন, একজন দিয়েছেন দশের কাছাকাছি। তবে পেসার শফিউল ইসলাম বলেন, মনোবল না হারিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে মনোযোগ দিচ্ছেন তারা।
দিল্লিতে ৭ উইকেটে জয়ের পর রাজকোটে ৮ উইকেটে হার দেখে বাংলাদেশ। আগামীকাল নাগপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দু’দল। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুযোগ বেরিয়ে গেছে। ফলে রাজকোটের অভিযান ব্যর্থ। সেটা পেছনে ফেলে গতকাল নাগপুরে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে কিছু জটিলতার কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে ছাড়ে ফ্লাইট। এই ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শফিউল। তিনি কৃতিত্ব দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিতকে, ‘উইকেটটা খুব সুন্দর ছিল ব্যাটিংয়ের জন্য। ফ্ল্যাট উইকেট ছিল, আমার মনে হয়েছে। রোহিত খুব সুন্দর ব্যাটিং করেছে। ওর ভালো দিন গিয়েছে কাল (বৃহস্পতিবার)। যা চেষ্টা করেছে, সেটাই পেরেছে।’
রাজকোটে বাংলাদেশের দেয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়ায় সামনে থেকে নেতৃত্ব দেন রোহিত শর্মা। নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৪৩ বলে ৮৫ রানের ইনিংস খেলেন তিনি। সমান ৬টি করে চার ও ছয় মারেন ভারত অধিনায়ক। তার ব্যাটের কাছে নাজেহাল হন মোস্তাফিজ-মোসাদ্দেক-আফিফ-শফিউলরা। অথচ দিল্লিতে দুর্দান্ত ছিল বাংলাদেশের বোলিং। তবে ভেঙে পড়ার কোনো কারণ দেখছেন না শফিউল, ‘রোহিতের ভালো একটা দিন গিয়েছে। একজন খেলোয়াড়ের যখন ভালো দিন যায়, তখন মানসিকভাবে আসলে আমাদের দুর্বল হয়ে যাওয়ার কিছু নাই। কারও এমন দিন গেলে যেকোনো দলকে হারানো সম্ভব। আমরা সবাই শক্ত আছি, এখনও একটা সুযোগ আছে। আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবো।’ প্রথম টি-টোয়েন্টিতে তিন বিভাগেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল নজরকাড়া। দ্বিতীয়টিতে তার দেখা মেলেনি, ধরা পড়েছে নানা ভুল। নাগপুরে অঘোষিত ‘ফাইনাল’ ম্যাচে সেসব শুধরে নেয়ার কথা জানিয়েছেন শফিউল, রাখছেন সিরিজ জয়ের প্রত্যাশা, ‘অবশ্যই, আমাদের এখনও সুযোগ আছে (সিরিজ জয়ের), যদি আমরা ভালো ক্রিকেট খেলি। প্রথম ম্যাচটা যেরকম খেলেছি, সেরকম যদি খেলতে পারি। আর এই ম্যাচে কিছু ছোট ছোট ভুল ছিল। যদি আমরা সামনের ম্যাচে এই ভুলগুলো না করি, অবশ্যই, আমাদের সিরিজ জেতা সম্ভব। আশা করি, আমরা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াবো। আমরা সিরিজ জেতার জন্যই খেলবো।’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status