দেশ বিদেশ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ আহত ৩

স্টাফ রিপোর্টার

৯ নভেম্বর ২০১৯, শনিবার, ৮:২৯ পূর্বাহ্ন

জাতীয় সংসদ ভবনের পেছনে চন্দ্রিমা উদ্যানের সামনে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যসহ তিন জন আহত হয়েছেন। গতকাল সকালে উল্টোপথে আসা এক  মোটর সাইকেলের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের দাবি। দুর্ঘটনায় আহতরা হলেন, রামপুরা থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ পারভেজ, পুলিশের ভ্যান চালক কনস্টেবল মো. মোহসিন এবং আনসার সদস্য আকিদুল ইসলাম। গুরুত্বর আহত অবস্থায় তাদের তিনজনকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সকালে সাড়ে ১০টার দিকে চন্দ্রিমা উদ্যানের সামনে রামপুরা থানার একটি গাড়ি আসছিল। তার বিপরীত পাশ থেকে একটি মোটরসাইকেল উল্টো লেন ধরে যাচ্ছিল। হঠাৎ মোটরসাইকেলটি পুলিশের পিকআপভ্যানের সামনে পড়ে ইউটার্ন নিতে গেলে গাড়িটি একটি খুটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ওই পুলিশের গাড়িতে থাকা তিন সদস্য আহত হন।
খবর পেয়ে টহল পুলিশের একটি দল তাদের উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের জাতীয় অর্থোপেডিক্স পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মোটর সাইকেল চালক সাতিল আহমেদ আহত হননি। তবে পুলিশ তাকে এবং তার মোটরসাইকেলটিকে আটক করেছে। পরে তাকে শেরেবাংলানগর থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলানগর থানার ওসি জানে আলম মুন্সি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status