বাংলারজমিন

ময়মনসিংহে সড়ক পরিবহন আইন বিষয়ে প্রচারণা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

৯ নভেম্বর ২০১৯, শনিবার, ৭:০৩ পূর্বাহ্ন

 ‘ট্রাফিক আইন ভাঙবো না, জরিমানা দিবো না’ ‘আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’-এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ ময়মনসিংহের আয়োজনে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বিষয়ক প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, নিবাস চন্দ্র মাঝি বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. শাহ আবিদ  হোসেন বিপিএম (বার)। এ সময় ময়মনসিংহ জেলার অন্যন্য শিক্ষাবিদ অধ্যাপক আমীর আহমেদ চৌধুরী রতন, অতিরিক্ত পুলিশ সুপার আল আমীন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, কোতোয়ালি থানার ইনচার্জ মাহমুদুল ইসলাম ও জেলা ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে গাড়িচালক ও মোটর শ্রমিকদের মাঝে সড়ক আইন বিষয়ে প্রচারপত্র বিলি করেন প্রধান অতিথি ডিআইজি, নিবাস চন্দ্র মাঝি বিপিএম ও পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status