বাংলারজমিন

ধলাই নদীতে পলো বাওয়া উৎসব

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

৮ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৮:৪১ পূর্বাহ্ন

 হৈ-হুল্লোড় আর আনন্দ-উৎসবে উদযাপিত হচ্ছে পলো বাওয়া উৎসব। শিকড়ের সংস্কৃতি আর ঐতিহ্যের টানে প্রতি বছরই আয়োজন হয় ওই উৎসবের। কমলগঞ্জের ধলাই নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলো দিয়ে মাছ ধরার উৎসব উদযাপিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় থেকে ধলাই নদীতে এই মৎস্য আহরণ শুরু হয়। এতে প্রায় ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন, আলেপুর, চন্ডিপুরসহ বিভিন্ন গ্রামের মানুষজন এতে অংশগ্রহণ করেন। শুরু হওয়া এই উৎসব আরো কিছু দিন চলবে। জানা গেল এখন শুষ্ক মৌসুম শুরু হওয়াতে কমলগঞ্জের খাল-বিল ও নদী নালার পানিও কমতে শুরু করেছে। কমলগঞ্জের ফসলি মাঠগুলোতে এখনো আমন ধান থাকায় হয়ে উঠেনি শীতকালীন সবজি আবাদের উপযোগী। ফলে এ অঞ্চলের কৃষকের হাতে নেই তেমন কোন কাজ। এ অবসরে অল্প পানিতে মাছ শিকারের উৎসবে মেতে উঠেছে সবাই। ধলাই নদীর স্বল্প পানিতে এখন বিভিন্ন উপকরণ দিয়ে দল বেঁধে মাছ ধরার দৃশ্য চোখে পড়ার মতো। বিশেষ করে পলো, উড়াল জাল, পেলেন জাল এসব দিয়েই মাছ শিকার করছেন মানুষরা। দলবদ্ধভাবে মাছ শিকারের এদৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। উৎসবে অংশ নেয়া মানুষদের উৎসাহ দিতে হাতে তালি কিংবা  জোরে চিৎকার করে উৎসাহ প্রদান করছেন দর্শনার্থীরা। বড়দের পাশাপাশি ছোট  ছোট ছেলে-মেয়েরাও যে যার মতো করে মাছ ধরতে সহযোগিতা করছেন। নদীর স্বল্প পানিতে ৪০-৫০ জনের একটি দল একদিকে জাল নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। আর অপরপ্রান্ত থেকে ৫০-৬০ জনের সারিবদ্ধ দল পলো চাপিয়ে মাছ ধরতে সামনের দিকে এগিয়ে আসে। এসময় পলোতে মাছ ধরা পড়ে। আর অনেক সময় বড় মাছগুলি লাফ ঝাঁপ শুরু করে। অপরূপ এই দৃশ্যটি মন কাড়ে সবার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status