খেলা

স্মিথের কোনো টেকনিক-স্টাইল নেই: শোয়েব

স্পোর্টস ডেস্ক

৭ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৬:৪৩ পূর্বাহ্ন

পাকিস্তান-অস্ট্রেলিয়া চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্টিভেন স্মিথের অপরাজিত ৮০ রানে হেরে যায় পাকিস্তান। আজ তৃতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের গতিতারকা শোয়েব আখতার স্মিথকে নিয়ে বলেন, ‘আমি খুব অবাক হই স্মিথ কি করে রান তোলে। তার না আছে টেকনিক, না আছে স্টাইল। তবে সে যদি আমার সময়ে খেলতো তবে আমি ৩-৪ বার করে তার মুখ বরাবর বল ছুড়তাম। তাকে আঘাত করার চেষ্টা করতাম।’

নিষেধাজ্ঞা থেকে ফেরার পর স্মিথ দুর্দান্ত ফর্মে আছেন। ওয়ানডে বিশ্বকাপে করেছেন ৩৭৯ রান। অ্যাশেজে ৪ টেস্টের ৭ ইনিংসে করেছেন ৭৭৪। আর টি-টোয়েন্টিতে ৩ ম্যাচ খেলে ১৪৬ রান। যার মধ্যে দুই ম্যাচেই অপরাজিত। শোয়েব স্মিথের রান পাওয়া বিষয়ে বলেন, ‘সে আসলে খুব সাহসী খেলোয়াড়। আর এর মাধ্যমে সে নিজেকে কার্যকরী হিসেবে গড়ে তুলেছে। সে বলের লাইনে গিয়ে খেলে থাকে। তাকে আঘাত করা প্রায় অসম্ভব। সে খুব ভালো খেলোয়াড়। অনেকে বলে থাকে সে টি-টোয়েন্টিতে অচল। কিন্তু সে সবাইকে ভুল প্রমাণ করছে। আমি তাকে শুভকামনা জানাই।’
শেষ তিনম্যাচে ১৪৬ গড়ে রান করলেও টি-টোয়েন্টিতে স্মিথের ব্যাটিং গড় মাত্র ২৭। এ নিয়ে স্মিথ বলেন, ‘টি-টোয়েন্টিতে আমার রেকর্ড ভালো নয়। কিন্তু ক্যারিয়ারের শুরুতে আমি ৮-৯ এ নেমেছি, বেশি বল খেলতে পারিনি। যারফলে আমি এই নিয়ে ভাবিনা। নিজের উপর আমার বিশ্বাস আছে। আমি খেলার অবস্থা বুঝে ব্যাটিং করতে সমর্থ। অনেকের মতো আমার শক্তি নেই। কিন্তু আমি টাইমিং আর প্লেসমেন্ট করে খেলতে জানি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status