খেলা

ধারাভাষ্যকার ধোনির অভিষেক!

স্পোর্টস ডেস্ক

৭ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

চলমান ভারত-বাংলাদেশ সিরিজে মাঠের ক্রিকেটে নেই মহেন্দ্র সিং ধোনি। ২২শে নভেম্বর ইডেনে অনুষ্ঠিত হবে উপমহাদেশে প্রথম দিবারাত্রির টেস্ট। আর গোলাপি বলের সেই টেস্টে ধোনিকে আমন্ত্রণ জানিয়েছে স্টার স্পোর্টস কর্তৃপক্ষ। ইডেনে তাই আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন ধোনি। সিরিজের সমপ্রচার স্বত্ব পাওয়া স্টার স্পোর্টস জানিয়েছে এই তথ্য। স্টার স্পোর্টস অবশ্য ভারতের সব সাবেক অধিনায়ককেই ধারাভাষ্যকক্ষে আনার উদ্যোগ নিয়েছে। টেস্টের প্রথম দুই দিন তাদের আনা হবে স্মৃতিচারণা করতে। এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির অনুমোদনের অপেক্ষায় আছে তারা। যদি গ্রিন সিগন্যাল পেয়ে যায় তাহলে ধারাভাষ্যকক্ষে অভিষেক হয়ে যাবে ধোনির।

ইডেনে গোলাপি বলের দিবারাত্রির টেস্টকে স্মরণীয় করে রাখতে নানা ধরনের আয়োজন রাখছে ক্রিকেট অ্যাসোসিয়েশন বাংলা (সিএবি)। ভারতের সাবেক-টেস্ট অধিনায়কদের আমন্ত্রণ জানিয়েছে তারা। এছাড়া জীবিত সকল সাবেক অধিনায়ককেও জড়ো করার চেষ্টা করছে বিসিসিআই। এছাড়া আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতীয় ক্রিকেটের বড় বড় সব তারকাদের। তারা সকলে ভারতের জাতীয় সংগীতের সঙ্গে গলা মেলাবেন।
ক্রিকেটের সব দলই দিবারাত্রির টেস্টের অভিজ্ঞতা নিয়েছে ইতিমধ্যে। কেবল বাকি বাংলাদেশ ও ভারত। সর্বশেষ দল হিসেবে এমন অভিজ্ঞতা নেয় জিম্বাবুয়ে। ২০১৭’র  ২৬শে ডিসেম্বর পোর্ট এলিজাবেথ ভেন্যুতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলাপি বলে খেলতে নামে জিম্বাবুইয়ানরা। ২০১৫ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় দিবারাত্রির টেস্টের। নিজেদের প্রথম দিবারাত্রির টেস্টে আগামী ২২শে নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ ও ভারত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status