খেলা

ভলিবল দিয়ে শুরু হবে এসএ গেমস

স্পোর্টস রিপোর্টার

৭ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৪২ পূর্বাহ্ন

সাধারণত ফুটবল দিয়ে গেমসের শুরু করে থাকে আয়োজকরা। এক্ষেত্রে ব্যতিক্রম নেপাল। ভলিবল দিয়ে ১৩তম সাউথ এশিয়ান গেমসের শুরু করছে তারা। আগামী ১লা ডিসেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন হলেও ভলিবল শুরু হচ্ছে ২৭শে নভেম্বর, ত্রিপুরেশ্বরি কভার্ড হলে।
১-১০ই ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখরায় অনুষ্ঠিত হবে এবারের আসর। এবারের আসরে ২৭টি ডিসিপ্লিন থাকছে। এগুলো হলো- আরচারি, অ্যাথলেটিকস, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, সাইক্লিং, ফেন্সিং, টেবিল টেনিস, হ্যান্ডবল, ভলিবল, উশু, তায়কোয়ান্ডো, ভারোত্তোলন, সাঁতার, কুস্তি, শুটিং, গলফ, কারাতে, কাবাডি, জুডো, খোখো, স্কোয়াশ, টেনিস, প্যারাগ্লাইডিং ও ট্রায়াথলন। তবে বাংলাদেশ শেষ দু’টি ডিসিপ্লিন এবং নারী ফুটবলে অংশ নেবে না। ১৫ই জুলাই থেকে বিওএ’র অর্থায়নে শুরু হয়েছে ২৩ ডিসিপ্লিনের অনুশীলন ক্যাম্প। ক্রিকেট ও ফুটবল নিজেদের অর্থায়নে ক্যাম্প করছে। দু’মাস অনুশীলনের পর ১৬ই সেপ্টেম্বর ১৫৯ জন ক্রীড়াবিদ বাদ দিয়ে ৬২৪ জনকে রাখে বিওএ। গত ১লা নভেম্বর আরেক এক দফা কমানো হয় ক্রীড়াবিদের সংখ্যা। জানা গেছে, ২৫ ডিসিপ্লিনের ৫৮৯ জন ক্রীড়াবিদ, কোচ ও কর্মকর্তা অংশ নেবেন এবারের এসএ গেমসে। তবে দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, এবারের আসরে ক্রীড়াবিদ ও গেস্ট মিলিয়ে বাংলাদেশ থেকে ৬৩০ জনের একটি কন্টিনজেন্ট যাবে নেপালে। ২৭ ডিসিপ্লিনের মধ্যে ১৮টি অনুষ্ঠিত হবে কাঠমান্ডুতে। পোখরাতে থাকছে নারী ফুটবল, নারী ক্রিকেট, আরচারি, ব্যান্ডমিন্টন, বক্সিং, হ্যান্ডবল, প্যারাগ্লাইডিং, ট্রায়াথলন, বিচ ভলিবল, ভারোত্তোলন। কোন তারিখে কোন ডিসিপ্লিন শুরু ও শেষ: ২৭শে নভেম্বর থেকে ৩রা ডিসেম্বর  ভলিবল, ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর উশু, খো খো ৩০ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর, ব্যাডমিন্টন ১-৬ ডিসেম্বর, কারাতে ১-৪ ডিসেম্বর, টেনিস ১-৯ ডিসেম্বর, ক্রিকেট ২-৯ ডিসেম্বর, গলফ  ২-৬ ডিসেম্বর, টেবিল টেনিস ২-৬ ডিসেম্বর, তায়কোয়ান্ডো  ২-৫ ডিসেম্বর, আরচারি ৩-৭ ডিসেম্বর, ফুটবল (পুরুষ) ১-১০ ডিসেম্বর, শুটিং  ৩-৮ডিসেম্বর, হ্যান্ডবল ৪-৯ ডিসেম্বর, কাবাডি ৪-৯ ডিসেম্বর, বাস্কেটবল ৫-১০ ডিসেম্বর, থ্রি নট থ্রি বাস্কেটবল ৭-৯ ডিসেম্বর, সাঁতার ৫-৯ ডিসেম্বর, স্কোয়াশ ৫-৯ ডিসেম্বর, বিচ ভলিবল ৫-৯ ডিসেম্বর, ভারোত্তোলন  ৫-৯ ডিসেম্বর, বক্সিং  ৬-১০ ডিসেম্বর, ফেন্সিং ৬-৯ ডিসেম্বর, কুস্তি  ৬-৯ ডিসেম্বর  এবং জুডো ৭-১০ ডিসেম্বর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status