বাংলারজমিন

মাকে হত্যার দায় স্বীকার তানিয়ার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

৫ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:১৮ পূর্বাহ্ন

মাকে হত্যার দায় স্বীকার করেছে তানিয়া আক্তার। মা’র নিয়ে আসা দা ধরেই টান দিয়েছিলো সে। আর এতেই গলা কেটে মারা যান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামের চাঁনতারা বেগম (৪৫)। হত্যার একদিন পরই এই রহস্য উদঘাটন করলো ব্রাহ্মণবাড়িয়া পুলিশ। গতকাল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান তার কার্যালয়ে এবিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। গত শনিবার বিরামপুর গ্রামের আবু ছিদ্দিক ভূইয়ার বাড়ির একটি টিনের ঘর থেকে চাঁনতারা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ । ঘটনার পরপর মানসিক ভারসাম্যহীন চাঁনতারা আত্মহত্যা করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এঘটনায় নিহতের ভাই মো. জাকির হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দেন। পুলিশ সুপার জানান- ১৮ বছর পূর্বে নবীনগর উপজেলার সেমন্তঘর গ্রামের মো. খলিল মিয়ার সাথে বিয়ে হয় চাঁনতারার। সেখানে তার কোন সহায়-সম্পদ না থাকায় বিরামপুর গ্রামে এসে বসবাস করতে থাকেন পরিবার নিয়ে। দারিদ্রতার কারণে এখানে ভিক্ষাবৃত্তি করতেন খলিল। তাদের সঙ্গে থাকতো মেয়ে তানিয়া আক্তার এবং ৮ বছর বয়সী ছেলে বিরামপুর মাদ্রাসার ছাত্র আবু সাঈদ। তাদের আরেক ছেলে হাসান (১৪) বছর দেড়েক আগে নিখোঁজ হয়। এরপরই চাঁনতারা বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। গ্রেপ্তারের পরদিন তানিয়া আক্তার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসাইনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে মাকে হত্যার দায় স্বীকার করে তানিয়া।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status