বিনোদন

অবশেষে আসছে ‘চন্দ্রাবতীর কথা’

স্টাফ রিপোর্টার

৩০ অক্টোবর ২০১৯, বুধবার, ৭:২৯ পূর্বাহ্ন

বাংলাদেশের প্রথম নারী কবি বলা হয় চন্দ্রাবতীকে। ‘মলুয়া’, ‘দস্যু কেনারামের পালা’ এবং ‘রামায়ণ’ তার অন্যতম সৃষ্টি। এদিকে তার সৃষ্টির চেয়েও বেশি নাটকীয় এবং একইসঙ্গে বিয়োগান্তক তার নিজের জীবন। ষোড়শ শতকের প্রতিভাবান ও সংগ্রামী এই নারীকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন এন রাশেদ চৌধুরী। ২০১৫ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল ‘চন্দ্রাবতী কথা’র শুটিং। এরপর চার বছর কেটেছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আসছে জানুয়ারিতে। চন্দ্রাবতীর জন্মস্থান কিশোরগঞ্জের লোকেশনেই ছবির পুরো শুটিং করা হয়েছে। ছবিতে গ্রামের সাধারণ মানুষেরাও অভিনয় করেছেন। নির্মাতা এন রাশেদ বলেন, আমাদের বহু সতর্ক থেকে কাজটি করতে হয়েছে। যেহেতু আমরা প্রায় চারশো বছর আগের কাহিনী দেখাচ্ছি। সেই সময়ের বাস্তবতাগুলো সব সময় মাথায় রাখতে হয়েছে। বিষয়বস্তু ও সময়ের প্রতি সচেতন থাকতে হয়েছে। ‘চন্দ্রাবতী কথা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দোয়েল ম্যাশ। এ ছাড়া আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, নওশাবা আহমেদ, ইমতিয়াজ বর্ষণ, জয়িতা মহলানবিশ প্রমুখ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status