দেশ বিদেশ

কাউন্সিলরদের অপকর্মের দায় করপোরেশন নেবে না: আতিক

স্টাফ রিপোর্টার

২৭ অক্টোবর ২০১৯, রবিবার, ৮:৩০ পূর্বাহ্ন

কোনো কাউন্সিলরের অপকর্মের দায় সিটি করপোরেশন নেবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, আমি নিজে চাঁদাবাজি করি না, কাউকে চাঁদা দিইও না।  কেউ যদি মাদক ব্যবসা করে, চাঁদাবাজি করে, দখলদারী করে, আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখানে ডিএনসিসির কিছু বলার নেই। যার যার অপকর্মের দায় তার। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার সরকারি তিতুমীর কলেজে আয়োজিত সুধী সমাবেশে একথা বলেন তিনি। মেয়র বলেন, ফুটপাথ উচ্ছেদ করতে  গেলে ৯৯ ভাগ  লোক ‘খুশি’ হলেও ১ ভাগ  লোক ‘অখুশি’ হয় । এক ভাগের কম লোক তাতে অখুশি হয়। তারা ফুটপাথে ব্যবসা করে, চাঁদাবাজি করে। সবচেয়ে দুঃখ লাগে দখল করতে তারা কারও কারও ছবি-ব্যানার টানিয়ে নেয়। আমাদের অবস্থান পরিস্কার, আমরা ফুটপাথ দখলকারীদের প্রশ্রয় দেব না। তিনি বলেন, নারীরা  যেন তাদের অভিযোগ জানাতে পারেন, সেজন্য ডিএনসিসির পক্ষ  থেকে অভিযোগ বাক্স বসানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান মেয়র। তাদের নাম ঠিকানা আমরা গোপন রাখব। পরে তাদের অভিযোগ খতিয়ে দেখতে পুলিশের কাছে পাঠাব। পুলিশ তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা  নেবে। অপরাধ, জঙ্গিবাদ, মাদকের ব্যবহার কমিয়ে আনতে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরে এক্ষেত্রে সহায়তা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান  মেয়র।
কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন  করে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ। সভায় ডিএনসিসির ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর জাকির হোসেন গুলশান ও আশপাশের এলাকার সড়কে সিসি ক্যামেরা বসানোর আহ্বান জানান। বলেন, বাড্ডা, ভাটারা, কালাচাঁদপুর, মহাখালী এলাকার সড়কে সিসি ক্যামেরা  নেই। এসব এলাকায় সিসি ক্যামেরা বসালে চুরি, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। সুধী সমাবেশে ঢাকা-১১ আসনের এমপি এ  কে এম রহমতুল্লাহ, ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার  শেখ নাজমুল আলম, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ আশরাফ আলম, পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার, গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সঙ্গীত শিল্পী শুভ্র দেব, চিত্রনায়ক রিয়াজ ছিলেন। সুধী সমাবেশের আগে গুলশান ১ নম্বর সার্কেল থেকে শোভাযাত্রা শুরু হয়ে সরকারি তিতুমীর কলেজে এসে শেষ হয়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status