বাংলারজমিন

হবিগঞ্জে শিগগিরই নির্মাণ হচ্ছে বিদ্যুৎ উপকেন্দ্র

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে

২৬ অক্টোবর ২০১৯, শনিবার, ৭:৫২ পূর্বাহ্ন

২৫ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ শহরের আধুনিক স্টেডিয়াম সংলগ্ন এলাকায় শিগগিরই নির্মাণ হচ্ছে ৩৩/১১ কেভি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র। এটি চালু হলে এলাকার লো ভোল্টেজ সমস্যার সমাধানসহ নিশ্চিত হবে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ।
গতকাল নির্মিতব্য উপকেন্দ্রের স্থান পরিদর্শন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা খাতুন, প্রকল্প পরিচালক কেএম নাজিম উদ্দিন, হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম ফরহাদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী শামীম ফরহাদ জানান, হবিগঞ্জ শহরে বর্তমানে ৬টি ফিডার রয়েছে। যে কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটে। ২৫ কোটি টাকা ব্যয়ে শিগগিরই এই উপকেন্দ্র নির্মাণের কাজ শুরু হচ্ছে। এক বছরের মধ্যেই এ প্রকল্পের কাজ সম্পন্ন হবে। উদ্বোধন হলে ৬টি ফিডারের সঙ্গে যোগ হবে আরো ৮টি ফিডার। ফলে লো ভোল্টেজ সমস্যার সমাধানসহ নিশ্চিত হবে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ।
স্থান পরিদর্শনকালে এমপি আবু জাহির বলেন, বিএনপি সরকার বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ রেখে গিয়েছিল ৩ হাজার মেগাওয়াট। সে জায়গা থেকে আমরা এখন বিদ্যুৎ উৎপাদন নিয়ে এসেছি ২২ হাজার মেগাওয়াটেরও উপরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ইতিমধ্যে সারা দেশের ৯৫ শতাংশ পরিবারে বিদ্যুতের সেবা নিশ্চিত করেছে। হবিগঞ্জ শহরবাসীর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে এই উপকেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status