ভারত

বিএসএফ জলঙ্গির পদ্মায় ইলিশ ধরায় অনুমতি দিয়েছে

কলকাতা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৩:১৯ পূর্বাহ্ন

ফাইল ফটো

পদ্মায় মাছ ধরা নিয়ে বিবাদ এবং সেই বিবাদে জড়িয়ে এক বিএসএফের মৃত্যুর পর এক সপ্তাহের বেশি সময় বন্ধ ছিল মুর্শিদাবাদের জলঙ্গীতে পদ্মায় ভারতীয় সীমানায় মাছ ধরা। তবে স্থানীয় মৎসজীবীদের দুরবস্থার কথা বিবেচনা করে বিএসএফ গত শুক্রবার থেকে পদ্মায় ভারতীয় সীমানার মধ্যে ধীবরদের ইলিশ মাছ ধরার অনুমতি দিয়েছে। তবে মৎস্যজীবীদের বাংলাদেশের সীমানার মধ্যে অনুপ্রবেশের ব্যাপাওে সতর্ক করে দেওয়া হয়েছে। জানা গেছে, জলঙ্গীর শিরচর গ্রামের মানুষের সঙ্গে আলোচনার পরই বিএসএফ এই সিদ্ধান্ত নিয়েছে। বিএসএফের বহরমপুরের ডিআইজি কুনাল মজুমদার বলেছেন, পদ্মায় মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় গত এক সপ্তাহে স্থানীয় মৎস্যজীবীরা খুবই দরবস্থার মধ্যে পড়েছিলেন। তাদের জীবনধারণের কথা বিবেচনা করেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে তাদের ভারতীয জলসীমার মধ্যে থেকে মাছ ধরতে বলা হয়েছে। এই সময়ে পদ্মায় ইলিশ পাওয়া যায় বলে স্থানীয় মৎস্যজীবীরা বহু অর্থ খরচ করে জাল এবং নৌকা তৈরি করে পদ্মায় মাছ ধরেন। গত ১৭ অক্টোবর তিনজন ভারতীয় ধীবরের বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশের ঘটনা নিয়ে বিএসএফ ও বিজিবি বিবাদে জড়িয়ে পড়েছিল। বিজিবি দুই জন ধীবরকে মুক্তি দিরণও একজনকেত এখনও আটকে রেখেছে। তবে সেদিন আটক ধীবরকে মুক্ত করতে ফ্ল্যাগ মিটিং হলেও আকস্মিকভাবে গুলিতে বিএসএফর এক জওয়ান নিহত হয়েছেন। এবং একজন আহত হয়েছেন। ডিআইিজি মজুমদার জানিয়েছেন, আটক ধীবরের মুক্তির জন্য উচ্চপর্যায়ে আলোচনা চলছে। দুই তিন দিনের মধ্যেই আটক ধীবর প্রণব মন্ডলকে ছেড়ে দেওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status