বিনোদন

আলাপন

‘ছবিটিতে বিশেষ কোনো নায়ক-নায়িকা নেই’

এন আই বুলবুল

২৪ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ১০:৪১ পূর্বাহ্ন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির আগামী ১লা ডিসেম্বর চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। সরকারি অনুদানে ‘রাত জাগা ফুল’ শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছেন তিনি। এরইমধ্যে চলচ্চিত্রটি নির্মাণের সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন বলে জানান মীর সাব্বির। তিনি বলেন, আগামী ১৫ই নভেম্বর সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমার ছবির আনুষ্ঠানিক যাত্রা শুরু করবো। সেদিন ছবির কলাকুশলীদের পরিচয় করিয়ে দিবো। আমার এ ছবিটিতে বিশেষ কোনো নায়ক-নায়িকা নেই। ছবির গল্পই হলো প্রধান। এখানে প্রত্যেক চরিত্রের অভিনেতা-অভিনেত্রীকেই মনে হবে নায়ক-নায়িকা। অনেকেই হয়তো আমি কোন ধরনের চলচ্চিত্র নির্মাণ করছি সেটিও প্রশ্ন করতে পারেন। আমার ছবিটি বিশেষ কোনো শ্রেণির জন্য না। যদি সঠিকভাবে সিনেমা হলগুলোতে ছবিটি পৌঁছাতে পারি তাহলে সব  শ্রেণির দর্শক এটি উপভোগ করতে পারবেন। নির্মাণের বাইরে এ ছবিতে কি অভিনেতা সাব্বিরকে দেখা যাবে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি একটি চরিত্রে অভিনয় করবো। সেটি কেমন জানতে চাওয়া হলে মীর সাব্বির বলেন, এ নিয়ে এখন কিছু বলতে চাই না। দর্শক সিনেমা হলেই তা দেখবে। অভিনয়ের পাশাপাশি ছোট পর্দায় বেশ কিছু নাটক নির্মাণ করেন মীর সাব্বির। এ মাধ্যমে নির্মাতা হিসেবে তিনি বেশ সফল হয়েছেন। ডিসেম্বরে চলচ্চিত্র নির্মাতার খাতায়ও নাম লিখাচ্ছেন। আগামীতে অভিনয় নাকি নির্মাতা হিসেবেই মীর সাব্বিরকে বেশি দেখা যাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি একজন সফল মানুষ হিসেবে নিজেকে দেখতে চাই। এরইমধ্যে ছোট পর্দায় বেশ কিছু কাজের জন্য সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছি। আশা করছি বড় পর্দায়ও সফল হবো। এছাড়া অভিনয় থেকে কখনো দূরে থাকা সম্ভব না। এদিকে চ্যানেল আইয়ে মীর সাব্বিরের পরিচালনায় প্রচার হচ্ছে ‘চোরাকাটা’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। এছাড়া নাগরিক টিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ‘আম্মানি’ নামের আরেকটি ধারাবাহিক। ছোট পর্দার ব্যস্ততা নিয়ে তিনি বলেন, প্রচার চলতি দুটি ছাড়াও আমার হাতে ছয়টি ধারাবাহিক আছে। এগুলোর নির্মাতা মোস্তফা কামাল রাজ, আদীবাসি মিজান, আকাশ রঞ্জন, ফরিদুল হাসান, সৈয়দ শাকিল, ফজলুর রহমান ও রম্য খান। এ সময়ে আমাদের প্রায় ১৫টি চ্যানেলে প্রতিদিন একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। কিন্তু এসব ধারাবাহিকের মধ্যে অল্প সংখ্যক দর্শকের চোখে পড়ছে। দর্শক ভারতীয় সিরিয়ালই বেশি দেখছে বলে অনেকে মন্তব্য করেন। কিন্তু এ কথার সঙ্গে মীর সাব্বির একমত নন। তিনি বলেন, ভারতীয় সিরিয়ালের সঙ্গে আমাদের নাটকের তুলনা করার ব্যাপারটি আসতে পারে না বলে আমি মনে করি। আমাদের বেশিরভাগ নির্মাতাকে যে বাজেট দেয়া হয় তা শুনলে অনেকেই হার্ট অ্যাটাক করবে। এরপরেও নির্মাতারা অনেক ভালো ভাবে নাটক নির্মাণ করছেন। আমাদের দর্শক এখন নাটক না দেখার প্রথম যে কারণ, সেটি হলো টিভি চ্যানেলগুলোর অব্যবস্থাপনা। একটি নাটক প্রচারের মধ্যে একবার খবর আসে, আবার বিজ্ঞাপন দেখানো হয়। দর্শকের তো এত সময় নেই। এছাড়া কখন শুরু হবে, অথবা কত সময় বিজ্ঞাপন বিরতি  সেটারও ঠিক থাকে না। ভারতীয় এন্টারটেইনমেন্ট চ্যানেলগুলোতে সিরিয়াল প্রচারের ক্ষেত্রে স্বল্প সময়ের বিরতি ছাড়া অন্য কিছু থাকে না। একটি সিরিয়াল প্রচার শেষ হলেই অন্য সিরিয়াল শুরু হয়। এসব ধারাবাহিকতা আমাদের চ্যানেলগুলোতে নেই। এ কারণে আমাদের নাটকে দর্শক কমেছে। শুটিং স্পটে শিল্পীদের দেরিতে আসা, নির্মাতা-শিল্পীদের মধ্যে দূরত্বসহ নানা ধরনের অভিযোগ শোনা যায়। এ নিয়ে সাব্বিরের মন্তব্য কি? তিনি বলেন, আমাদের এখন অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ডসহ একাধিক সংগঠন আছে। তারা সবাই এরইমধ্যে একসঙ্গে কাজ শুরু করেছে। আমি আশাবাদী মানুষ। বিশ্বাস করি যেসব অভিযোগ শোনা যায় এগুলো অচিরেই দূর হয়ে যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status