বাংলারজমিন

কিশোরগঞ্জে বিদেশগামী কারিগরি প্রশিক্ষণার্থীদের মাদকবিরোধী শপথ

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২৪ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ৮:২৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী কর্মীদের প্রাক-বহির্গমণ কোর্সের ৩৫০ জন প্রশিক্ষণার্থী মাদকবিরোধী শপথ নিয়েছেন। মাদক বহন এবং মাদক সেবনসহ পরিবারকে মাদকমুক্ত রাখার শপথ নিয়েছেন তারা। বুধবার দুপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভায় আনুষ্ঠানিকভাবে তারা এই শপথ নেন। শপথ গ্রহণের আগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী হারুন আল মামুন এর সভাপতিত্বে বিদেশগামী কর্মীদের প্রাক-বহির্গমণ কোর্সে প্রশিক্ষণরত শিক্ষার্থীদেরকে মাদকের ক্ষতিকর প্রভাব ও এর কুফল সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম। এতে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বিশেষ বক্তা এবং দৈনিক মানবজমিন-এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status