প্রথম পাতা

দুদকের আট কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু

স্টাফ রিপোর্টার

২৩ অক্টোবর ২০১৯, বুধবার, ৯:১৭ পূর্বাহ্ন

বেশকিছু অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আট কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে ‘অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটির’ এক সভায় এ সিদ্ধান্ত  নেয়া হয়। এ সময় আটটি পৃথক অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করার অনুমোদন দেয়া হয়। দুদক সূত্র জানায়, ৮ কর্মকর্তার মধ্যে তিনজন উপপরিচালক, দুইজন সহকারী পরিচালক ও তিনজন উপ-সহকারী পরিচালকের নাম রয়েছে।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, কমিশনের কর্মকর্তা-কর্মচারীগণ কমিশন প্রদত্ত আইন ও বিধিমালার আওতায় ক্ষমতা প্রয়োগ করে থাকেন। তাদের কেউ যদি এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি, নির্ধারিত সময়ে অনুসন্ধান বা তদন্ত কার্য সম্পন্ন না করে কিংবা ক্ষমতার অপব্যবহার করে কাউকে হয়রানি করেন-তাহলে অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। যারা কমিশন প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করবেন, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। কমিশনের কর্মকতা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত আটটি অভিযোগ আমলে নিয়ে এ অনুসন্ধানের সুপারিশ করেছে কমিশনের ‘অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটি’। সভায় কেউ কোনো প্রকার দুর্নীতি বা অনিয়মের আশ্রয় গ্রহণ করেছেন কি না, কোনো ব্যক্তিকে অযথা হয়রানি করেছেন কি না অথবা ক্ষমতার অপব্যবহারসহ অন্য কোনো অপরাধ করছেন কি না এ জাতীয় কয়েকটি অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্‌ত, সদস্য মহাপরিচালক (লিগ্যাল) মো. মফিজুর রহমান ভূঞা, মহাপরিচালক (প্রশাসন) মো. জহির রায়হান ও পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) জালাল সাইফুর রহমান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status