খেলা

২ বছর পর শিরোপা হাতে মারে

স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ৮:২২ পূর্বাহ্ন

স্টান ভাভারিঙ্কাকে হারিয়ে ২০১৭ সালের মার্চের পর কোনো এটিপি শিরোপা জিতলেন অ্যান্ডি মারে। রোববার বেলজিয়ামের অ্যান্টোয়ার্পে অনুষ্ঠিত ইউরোপিয়ান ওপেনের ফাইনালে তিন সেটের লড়াইয়ে ভাভারিঙ্কাকে ৩-৬, ৬-৪, ৬-৪ সেটে পরাজিত করেন তিন গ্র্যান্ড স্লামজয়ী ৩২ বছর বয়সী মারে। সবমিলিয়ে এটি তার ৪৬তম ক্যারিয়ার শিরোপা। এক সময়কার শীর্ষ তারকা মারে চোটের কারণে মাঝখানে বেশ কিছুদিন ছিলেন কোর্টের বাইরে। নামতে নামতে এটিপি র‌্যাঙ্কিংয়ে ২৪৩ নম্বরে গিয়ে ঠেকেছেন মারে। আবেগাপ্লুত মারে বলেন, ‘এই জয় আমার কাছে বিশেষ কিছু। শেষ কয়েকটি বছর আমার জন্য খুব কঠিন ছিল।’
চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনে ছিটকে যাওয়ার পর এক সংবাদ সম্মেলনে দুইবারের অলিম্পিকজয়ী তারকা জানান তিনি মারাত্মক হিপ ইনজুরিতে ভুগছেন, উইম্বলডনের পরই টেনিস থেকে অবসর নিতে পারেন। তবে সফল অস্ত্রোপচার তার ক্যারিয়ার বাঁচিয়ে দেয়।
বৃটেনের সর্বোচ্চ বেসামরিক ‘নাইট’ পদকপ্রাপ্ত মারে ২০১৩ ও ২০১৬ সালে উইম্বলডন আর ২০১২ সালে ইউএস ওপেন জেতেন। তবে ক্যারিয়ারে পাঁচবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেও শিরোপার জিততে পারেননি মারে। ফ্রেঞ্চ ওপেনে রানার্সআপ হন ২০১৬ সালে। আর অলিম্পিক সোনা জেতেন ২০১২ ও ২০১৬ সালে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status